সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনা

মৃত্যুর মিছিল ঠেকাতে ব্যবস্থা নিন

রাজধানী সংলগ্ন আশুলিয়ায় সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে একজন ফুটবলারের স্ত্রী ও একমাত্র সন্তানকে। ঘাতক ট্রাকের ধাক্কায় আহত হয়ে মোটরসাইকেল চালক শেখ রাসেল ক্রীড়া চক্রের ফুটবল খেলোয়াড় সোহেল রানা অল্পের জন্য বেঁচে গেলেও হারিয়েছেন স্ত্রী আফরিন ও শিশু সন্তান আফরানকে। শনিবার বেলা ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোহেল রানা স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে সকালে মোটরসাইকেলযোগে মানিকগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। দুপুর ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট এলাকায় পৌঁছলে একটি ট্রাক পেছন থেকে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় তিনি সড়কের পাশে ছিটকে পড়ে গেলেও তার স্ত্রী ও সন্তান সড়কের মাঝে পড়ে যায় এবং ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে সংজ্ঞাহীন অবস্থায় সোহেল রানাকে উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। দুর্ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় আধ ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। স্মর্তব্য, শনিবার একই সড়কে একটি বাস আশুলিয়া থানার এক পুলিশ কর্মকর্তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তিনি সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। ঢাকা বা সংলগ্ন এলাকার যে সব সড়কে দুর্ঘটনার ঘটনা বেশি ঢাকা-আরিচা মহাসড়ক তার মধ্যে অন্যতম। দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়কে বেপরোয়া বাস ও ট্রাকের চাকায় প্রাণহানি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। একের পর এক দুর্ঘটনা ঘটলেও বাস ও ট্রাক চালকরা নির্বিকার। একই দিনে ট্রাকের ধাক্কায় মা ও শিশুর প্রাণহানি এবং বাসের ধাক্কায় একজন পুলিশ কর্মকর্তার গুরুতর আহত হওয়ার ঘটনা এ মহাসড়কটির অনিরাপদ অবস্থাই নিশ্চিত করেছে। ঢাকা-আরিচা সড়কটি ৮ লেন করার পরিকল্পনা রয়েছে এবং আশা করা হচ্ছে সেটি বাস্তবায়িত হলে সড়কটি তুলনামূলকভাবে নিরাপদ হয়ে উঠবে। তবে সবচেয়ে বেশি দরকার বাস ও ট্রাক চালকদের সংযমী মনোভাব। যা নিশ্চিত করতে আইন প্রয়োগকারীদের সক্রিয় হতে হবে। দেশের সড়ক-মহাসড়কের মৃত্যুর মিছিল ঠেকাতে যার প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর