রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

টাইগারদের সিরিজ জয়

আরও এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে-তেও সিরিজ জয়ের কৃতিত্ব দেখিয়েছে টাইগাররা। সফরকারী দলের কৃতী ব্যাটসম্যান সাই হোপের ১০৮ রানের ক্যারিশম্যাটিক ইনিংস সত্ত্বেও ৮ উইকেটের বড় পরাজয় মেনে নিতে হয়েছে। এ পরাজয়ের ফলে তিন ম্যাচের সিরিজে দুটিতে জয়ী হয়ে সিরিজ জয়ের কৃতিত্ব দেখাল টাইগাররা। ক্যারিবীয়দের সান্ত্বনা সাই হোপ পর পর দুই ম্যাচে অপরাজিত সেঞ্চুরি করে ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন। নিউজিল্যান্ড সফরের আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ও ওয়ান ডে-তে বাংলাদেশের সিরিজ জয় টাইগারদের আত্মবিশ্বাস বাড়াতে অবদান রাখবে। বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডেতে সিরিজ জয় অনুপ্রেরণার উৎস হয়ে দেখা দেবে। এক সময় বাংলাদেশকে বলে-কয়ে হারিয়ে দিত ক্যারিবীয়রা, এখন সেই হিসাবটা কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিচ্ছে টাইগাররা! টেস্টে হোয়াইটওয়াশ করার পর ওয়ানডে সিরিজে ২-১ এ জয় নিঃসন্দেহে কৃতিত্বের। তবে ব্যবধানটা ৩-০ই হতে পারত সিরিজের দ্বিতীয় ম্যাচে একের পর এক ভুল করে টাইগাররা ওয়েস্ট ইন্ডিজকে জয়ী হওয়ার সুযোগ করে না দিলে। ওই এক ম্যাচ ছাড়া টেস্ট ও ওয়ানডের আর কোনো ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারেনি ক্যারেবীয়রা। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টাইগাররা জয় তুলে নিয়েছিল ৮৯ বল আগেই, শুক্রবার সিলেটে জয় নিশ্চিত হয় ৬৭ বল আগে। এ ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব দেখিয়েছেন সৌম্য সরকার ও তামিম ইকবাল। আর বল হাতে জাদু দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। সৌম্য পাঁচ ছক্কা ও পাঁচ চারে ৮১ বলে খেলেছেন ৮০ রানের সাইক্লোন ইনিংস। আর তামিমের ব্যাট থেকে এসেছে ৮১ রানের অপরাজিত এক ইনিংস। উদ্বোধনী জুটিতে তামিম-লিটনের ৪৫ রান এবং দ্বিতীয় জুটিতে সৌম্যর সঙ্গে তামিমের ১৩১ রানে জয় হাতের নাগালে এসে যায়। শুক্রবার বোলারদের দাপটে প্রথমে ব্যাট করে মাত্র ১৯৮ রানেই আটকে যায় ক্যারিবীয়রা। সাই হোপ ১০৮ রানের গৌরবজনক ইনিংস না গড়লে ওয়েস্ট ইন্ডিজকে আরও লজ্জাজনক পরাজয়বরণ করতে হতো। ওয়ানডেতে সিরিজ জয়ে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। আমরা আশা করব এই জয় আত্মপ্রসাদ নয় বরং প্রতিটি খেলায় নিজেদের অতিক্রম করার প্রত্যয় সৃষ্টিতে উদ্বুদ্ধ করবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর