শিরোনাম
শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সাংবাদিক হত্যাকাণ্ড

মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি

বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার হার বেড়েছে। গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা অবিচ্ছেদ্য বিষয়। মতপ্রকাশের স্বাধীনতা ছাড়া গণতন্ত্রচর্চা অকল্পনীয়। বিশ্বপরিসরে যুদ্ধ ও সংঘাতের ঝুঁকি কমে আসা সত্ত্বেও ২০১৮ সালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা আরও বেশি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। বুধবার নিউইয়র্কভিত্তিক দ্য কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) নামের গণমাধ্যম পর্যবেক্ষণকারী সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে এ উদ্বিগ্ন হওয়ার মতো তথ্য। পর্যবেক্ষণকারী সংস্থাটি তাদের প্রতিবেদনে বলেছে, চলতি বছর বিশ্বের বিভিন্ন স্থানে নিহত ৫৩ সাংবাদিকের মধ্যে শুধু পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে খুন হয়েছেন ৩৪ জন। এক বছর আগের তুলনায় ২০১৮ সালে প্রায় দ্বিগুণ সাংবাদিক পেশাগত কারণে প্রতিশোধমূলক হত্যার শিকার হয়েছেন। এর আগে প্যারিসভিত্তিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারও একই ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ব্লগার, নগর সাংবাদিক, গণমাধ্যম কর্মীসহ চলতি বছর ৮০ জন সাংবাদিক খুন হয়েছেন। কর্তব্য পালন করতে গিয়ে এ বছর সবচেয়ে বেশি সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। আফগানিস্তানে চরমপন্থিরা সাংবাদিকদের লক্ষ্য করে সবচেয়ে বেশি হামলা চালিয়েছে। সাংবাদিকদের জন্য সবচেয়ে ভয়াবহ দেশে পরিণত হয়েছে উগ্রবাদের ঘাঁটি নামে পরিচিত ওই দেশটি। আফগানিস্তানের কাবুলে এপ্রিল মাসে এক বোমা হামলায় আট সাংবাদিক নিহত হন। সৌদি আরবের ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যার মধ্য দিয়ে সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা সংরক্ষণে আন্তর্জাতিক নেতৃত্বের অভাবের বিষয়টি ফুটে উঠেছে। একের পর এক সাংবাদিক হত্যায় সাংবাদিকতা সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশায় পরিণত হয়েছে। দুনিয়ার প্রায় সব দেশেই সাংবাদিকদের নানা অপশক্তির কাছ থেকে আসা হুমকি উপেক্ষা করেই কাজ করতে হচ্ছে। গণতন্ত্রের জন্য বিসংবাদ সৃষ্টি করছে সাংবাদিকতার ওপর হুমকি। আমাদের দেশও এ ক্ষেত্রে ব্যতিক্রম নয়। এ অকাম্য অবস্থার মোকাবিলায় দুনিয়ার সব দেশের গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসীদের এক হতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর