শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

অন্যের কাছে হাত পাতা একটি নিন্দনীয় অভ্যাস

মুহম্মাদ জিয়াউদ্দিন

ইসলামে অন্যের কাছে হাত পাতা বা ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করা হয়েছে। মানুষ সৃষ্টির সেরা জীব। ভিক্ষাবৃত্তি এ মর্যাদার জন্য অবমাননাকর। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি অভাব ছাড়া ভিক্ষা করল সে যেন জাহান্নামের আগুন খেল।’ মুসনাদে আহমাদ। যারা নিজেদের সম্পদ থাকা সত্ত্বেও সম্পদ বাড়ানোর জন্য অন্যের কাছে হাত পাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি নিজের সম্পদ বৃদ্ধির জন্য কারও কাছে ভিক্ষা চায় সে তো জাহান্নামের আগুন ভিক্ষা চায়। তার ইচ্ছা, সে চাইলে জাহান্নামের আগুন কম ভিক্ষা করতে পারে বেশিও ভিক্ষা করতে পারে।’ ইবনে মাজাহ।

পক্ষান্তরে যে ব্যক্তি কারও কাছে হাত না পাতার দৃঢ় ইচ্ছা করবে ইসলামে তার জন্য আখিরাতের জীবনে রয়েছে সুখবর। হজরত সাউবান (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি এ মর্মে প্রতিশ্র“তিবদ্ধ হবে যে, সে অন্যের কাছে হাত পাতবে না আমি তার জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব।’ ইবনে মাজাহ। হজরত আলী (রা.) মক্কা থেকে মদিনায় হিজরতের পর মদিনায় তীব্র অভাবে পড়েন। ক্ষুধার জ্বালা সহ্য করা তার জন্য কঠিন হয়ে দাঁড়ায়। তবু তিনি কারও কাছে হাত পাতেননি। শহরতলির দিকে কাজের সন্ধানে বের হয়ে পড়েন। এক জায়গায় একটি মেয়েকে মাটি জমা করতে দেখে তিনি ভাবলেন হয়তো মেয়েটি মাটি ভেজাবে। ওই মেয়েটির কাছে গিয়ে তিনি একেকটি খেজুরের বিনিময়ে একেক বালতি পানি কূপ থেকে তুলে দিলেন। পর্যায়ক্রমে ১৬ বালতি পানি ১৬টি খেজুরের বিনিময়ে উঠিয়ে দিলেন। এমনকি তাঁর হাতে ফোসকা পড়ে গেল। মেয়েটির কাছ থেকে ১৬টি খুরমা পারিশ্রমিক নিয়ে তিনি চলে এলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাটি সবিস্তার শুনলেন। কারও কাছে হাত না পেতে কাজের পথ অবলম্বন করায় তিনি এতটাই খুশি হলেন যে, হজরত আলীর (রা.) সঙ্গে খেজুর খেয়ে এ কাজটিকে স্বাগত জানালেন। অভাবে পড়েও কারও কাছে হাত না পেতে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজ হাতে উপার্জন করা ইসলামের শিক্ষা। হজরত আবু হুরায়রা (রা.) বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের কারোর নিজ পিঠে কাঠের বোঝা বয়ে এনে বিক্রি করা কারও কাছে হাত পাতার চেয়ে উত্তম। তাকে সে কিছু দিক বা না দিক।’ বুখারি। কারও কাছে হাত না পেতে উপার্জনের জন্য শ্রমে লিপ্ত থাকাকে তিনি আল্লাহর রাস্তায় জিহাদ বলে উল্লেখ করেছেন। হজরত কাব ইবনে উজরা (রা.) বলেন, এক লোক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ দিয়ে গমন করলে সাহাবায়ে কিরাম লোকটির শক্তি, স্বাস্থ্য ও উদ্দীপনা দেখে বলতে লাগলেন, এ লোকটি যদি আল্লাহর রাস্তায় জিহাদে থাকত! রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘যদি লোকটি তার ছোট ছোট সন্তান অথবা তার বৃদ্ধ পিতা-মাতার জন্য কিংবা নিজেকে পরনির্ভরতা থেকে মুক্ত রাখতে উপার্জনের চেষ্টায় বেরিয়ে থাকে তাহলে সে আল্লাহর পথেই রয়েছে।’ হাইসামি।

            লেখক : ইসলামবিষয়ক গবেষক

সর্বশেষ খবর