শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
ইতিহাস

ভ্যালিদে সুলতান

অটোমান সাম্রাজ্যে যেসব সুলতানার সন্তান সিংহাসনে আরোহণ করত তাদের ভ্যালিদে সুলতান বলা হতো। ভ্যালিদে সুলতানের অধীনে হারেমগুলো পরিচালিত হতো। কোসেম সুলতানের ভ্যালিদে সুলতান হিসবে ক্ষমতাপ্রাপ্তি প্রয়োগ মোট তিনটি ধাপে ছিল।

প্রথম ধাপ : সুলতান প্রথম আহমদের মৃত্যুর পর কোসেম সুলতান যে অবস্থান হারান সে অবস্থানে আবার ফিরে আসেন যখন তার ছেলে সুলতান চতুর্থ মুরাদ সিংহাসনে বসেন। সুলতান মুরাদ ১৬২৩ সালে সিংহাসনে বসার পর কোসেম সুলতান অটোমান সাম্রাজ্যের শীর্ষ অবস্থানে চলে আসেন। সুলতান চতুর্থ মুরাদ অপ্রাপ্তবয়স্ক হওয়ার কারণে কোসেম সুলতান নিজেকে শুধু ভ্যালিদে সুলতানে সীমাবদ্ধ ছিলেন না, তিনি নিজেকে একজন রাজ প্রতিনিধি হিসেবে নিযুক্ত করেন। সুলতান চতুর্থ মুরাদের ১৬২৩ থেকে ১৬৩২ সাল পর্যন্ত শাসনকালে কোসেম সুলতান পেছন থেকে সাম্রাজ্য চালাতেন। তিনি পর্দার আড়ালে থেকে রাজসভায় অংশগ্রহণ করতেন। এমনকি ১৬৩২ সালের পর যখন তিনি রাজ প্রতিনিধি ছিলেন না তখনো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর