শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

টাইগারদের দুরন্ত জয়

অব্যাহত সাফল্যের শুভ কামনা

সফররত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় খেলায় জয় পেয়েছে বাংলাদেশ। টাইগারদের এ জয়ের ফলে সিলেটে সফরকারীদের কাছে হারের বদলা নেওয়া শুধু নয়, সিরিজ জয়ের আশাও জিইয়ে রাখল টাইগাররা। শেষ ও তৃতীয় ম্যাচে জিততে পারলেই সাকিব বাহিনীর কেল্লা ফতে। টেস্ট ও ওয়ানডেতে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টিতে সিরিজ জয় হলে তা হবে এক বিরাট অর্জন। কারণ টেস্ট ও ওয়ানডেতে পিছিয়ে পড়লেও টি-টোয়েন্টিতে ক্যারিবীয়রা এখনো বিশ্বসেরা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নও তারা। তবে বাংলাদেশের জন্যও রয়েছে অনুপ্রেরণাদায়ক উদাহরণ। এ বছরই ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় টাইগাররা টি-টোয়েন্টিতে স্বাগতিক দলের বিরুদ্ধে সিরিজ জয় করেছে। বৃহস্পতিবার মিরপুরে টস জিতে ওয়েস্ট ইন্ডিজ টাইগারদের ব্যাটিংয়ে পাঠায়। সাকিব বাহিনী প্রতিপক্ষ বোলারদের তুলাধোনা করে ৪ উইকেটে ২১১ রানের পাহাড় গড়ে তোলে। তারপর ক্যারিবীয়দের ১৭৫ রানে বেঁধে ফেলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। লিটন-সৌম্যর জুটিতে আসে ৩৪ বলে ৬০ রান, সাকিব-মাহমুদুল্লাহর পার্টনারশিপে মাত্র ৪২ বলে অপরাজিত ৯১ রান। এ দুই জুটিই বাংলাদেশকে রানের পাহাড়ে পৌঁছে দেয়। লিটন ৪টি বিশাল ছক্কা ও ৬ বাউন্ডারিতে মাত্র ৩৪ বলে খেলেছেন ৬০ রানের সাইক্লোন ইনিংস। এ ছাড়া মাহমুদুল্লাহ ২২ বলে অপরাজিত ৪৩ ও সাকিব ২৬ বলে ৪২ রানের হার না মানা ইনিংস খেলেছেন। সৌম্যর ২২ বলে ৩২ ও তামিমের ১৬ বলে ১৫ রান এসেছে টাইগারদের ঝুলিতে। ২১২ রানের পাহাড়সম টার্গেট তাড়া করতে নেমে ক্যারিবীয়রাও দারুণ ব্যাটিং করেছেন। কিন্তু উইকেট বেশি পড়ে যাওয়ায় রানের গতি তারা ধরে রাখতে পারেনি। ১৯.২ ওভারে অলআউটই হয়ে যায় ক্যারিবীয়রা। মিরপুরে টি-টোয়েন্টির দ্বিতীয় ম্যাচে সাকিব বাহিনীর জয়ে উষ্ণ অভিনন্দন। আমাদের আশা এ জয় সিরিজের ভাগ্যনির্ধারক তৃতীয় ম্যাচে টাইগারদের আরও আত্মপ্রত্যয়ী হতে উদ্বুদ্ধ করবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর