রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

নিত্যপণ্যের বাজার

স্থিতিশীল পরিবেশ বজায় থাকুক

শীতকে বলা হয় খাওয়া-দাওয়ার জন্য সবচেয়ে সুখকর মাস। এবার সেই সুখ বাড়বাড়ান্ত রূপ ধারণ করেছে বাজারে শীতের সবজির বিপুল সমারোহে। সংসদ নির্বাচন সামনে রেখে বাজার স্থিতিশীল রাখার ব্যাপারে প্রশাসন বাড়তি নজর দিচ্ছে এমনটি মনে করারও যথেষ্ট কারণ রয়েছে। ভরপুর শীতের সবজির ব্যাপক সমারোহের ফলে রাজধানীর বাজারগুলোয় বেশির ভাগ সবজি ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে। বাজারে সবজির সরবরাহও স্বাভাবিক। তবে ব্রয়লার মুরগির দর আগের সপ্তাহের চেয়ে কিছুটা বেড়েছে। বাজারে মোটা চালের দর কিছুটা কমলেও চিকন চালের দাম কিছুটা বাড়ন্ত। সবজি সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকায় প্রতিদিনই বিপুল পরিমাণ সবজি বেচাকেনা হচ্ছে বাজারে। মাছের দামও বছরের অন্য সময়ের চেয়ে এ সময়ে তুলনামূলক কম। আটা, তেল, লবণসহ সব নিত্যপণ্যের দামও সাধারণ মানুষের ধরাছোঁয়ার মধ্যে। খাদ্যপণ্য ক্রয়ক্ষমতার মধ্যে আসায় শীত মৌসুমে পুষ্টির চাহিদা পূরণে বাড়তি সুযোগ সৃষ্টি হয়েছে। ভোজ্যতেলের বাজার এক বছর ধরে চলছে স্থিতিশীল অবস্থায়। কনকনে শীতের কারণে চাল উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হওয়ায় চিকন চালের দাম সামান্য বাড়লেও একে অস্বাভাবিক বলে ভাবার তেমন সুযোগ নেই। নির্বাচনের আগে নিত্যপণ্যের বাজারে স্থিতিশীল অবস্থা প্রমাণ করেছে প্রশাসন সতর্ক থাকলে সারা বছরই এমন স্বস্তিদায়ক পরিবেশ বজায় রাখা সম্ভব। এ উদ্দেশ্যে পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধের উদ্যোগ নিতে হবে। ব্যবসায়ীদের স্বাভাবিকভাবে ব্যবসা

করার সুযোগ সৃষ্টি করাও জরুরি। আমরা আশা করব, বাজার স্থিতিশীল রাখার জন্য সরকার আগামীতে আরও তীক্ষè নজর রাখবে। নিত্যপণ্যের

দাম মানুষের নিয়ন্ত্রণের মধ্যে থাকার ওপর সরকার বা প্রশাসনের সুনাম অনেকাংশে নির্ভরশীল। শুধু নির্বাচনের সময় নয়, সারা বছরই যাতে পণ্যের বাজারে স্বাভাবিক অবস্থা বজায় থাকে সে ব্যাপারে সব মহলকেই সতর্ক থাকতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর