সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

গ্র্যান্ড মুফতির আহ্বান

বাংলাদেশ ফিলিস্তিন মৈত্রী সুদৃঢ় করবে

মুসলমানদের প্রথম কেবলা পবিত্র আল আকসা মসজিদের গ্র্যান্ড মুফতি শায়খ মোহাম্মদ আহমাদ হোসাইন বলেছেন, পবিত্র মসজিদ আল আকসা রক্ষায় স্বাধীন না হওয়া পর্যন্ত অমৃত্যু সংগ্রাম চালিয়ে যাবে ফিলিস্তিনিরা। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে তিনি আরও বলেছেন, ফিলিস্তিনে যে সব ঐতিহাসিক স্থাপনা ও মূল্যবোধ রয়েছে সেগুলো আমরা আঁকড়ে ধরে রেখেছি। আল আকসা ইসলামী সভ্যতাকে ধারণ করে বলেই ফিলিস্তিনিরা জীবনবাজি রেখে তা রক্ষায় সংগ্রাম করে যাচ্ছে। তিনি ফিলিস্তিনের স্বাধীনতা অর্জনে বাংলাদেশের মানুষের সমর্থন কামনা করেন। আল আকসা মসজিদ মুসলমানদের প্রথম কেবলা। কাবা এবং মসজিদে নববীর পর এটি তৃতীয় পবিত্রতম মসজিদ। দ্বিতীয় মহাযুদ্ধে চরমভাবে ক্ষতিগ্রস্ত ইহুদিদের ফিলিস্তিনে পুনর্বাসনের সিদ্ধান্ত নেয় যুদ্ধজয়ী মিত্রশক্তি। ফিলিস্তিন থেকে মুসলিম খ্রিস্টান নির্বিশেষে ফিলিস্তিনিদের উৎখাত করা হয়। প্রতিষ্ঠা করা হয় ইসরায়েল নামের অবৈধ ইহুদি রাষ্ট্র। স্বভাবতই ফিলিস্তিনিরা এ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে ফিলিস্তিনিদের ন্যায্য সংগ্রামের প্রতি নিঃশর্ত সমর্থন জানিয়ে আসছে। জাতির জনক বঙ্গবন্ধু ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাতকে আবদ্ধ করেছিলেন ভ্রাতৃত্বের বন্ধনে। ফিলিস্তিনের মুক্তিযুদ্ধে শত শত বাংলাদেশি অংশ নিয়েছেন। যাদের অনেকেই ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর সৈনিক। যুক্তরাষ্ট্রের চণ্ডাল মস্তিষ্ক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আল আকসা মসজিদকে বুকে ধারণকারী জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকার করে প্রকারান্তরে মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের সম্ভাবনাকে গলা টিপে হত্যা করেছেন। এমন এক সময়ে আল আকসা মসজিদের গ্র্যান্ড মুফতির বাংলাদেশ সফর দুই দেশের মৈত্রীর বন্ধনকে জোরদার করবে। ফিলিস্তিনের স্বাধীনতার প্রতি বাংলাদেশের সমর্থন আরও শানিত হবে। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের বিশিষ্টজনদের সঙ্গে ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতির সৌজন্য সাক্ষাৎ দুই জাতির মেলবন্ধনকে আরও উচ্চতর পর্যায়ে নিতে অবদান রাখবে এমনটিও প্রত্যাশিত।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর