শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

উচ্চশিক্ষায় সাফল্য

সংখ্যা শুধু নয় মানও বাড়াতে হবে

দেশে উচ্চশিক্ষার হার দ্রুত বাড়ছে। বলা যায়, বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এক্ষেত্রে স্পুটনিক গতির সৃষ্টি হয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে দেশের নারীরাও এখন পিছিয়ে নেই। রাজধানীর একটি হোটেলে উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্প- হেকেপ আয়োজিত জাতীয় কর্মশালায় বলা হয়েছে বর্তমানে ৩৮ লাখ শিক্ষার্থী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে। এই শিক্ষার্থীদের ৪২ শতাংশই নারী। এই সংখ্যাকে ৫০ ভাগে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে সরকার। তবে শুধু উচ্চশিক্ষার সম্প্রসারণই নয়, এর মানোন্নয়নেও সরকার বদ্ধপরিকর। বর্তমান সরকারের সময়েই উচ্চশিক্ষার মানোন্নয়নে একটি পৃথক প্রকল্প গ্রহণ করা হয়েছে। যা সফলভাবে সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে। খুব শিগগিরই উচ্চশিক্ষার মানোন্নয়নে আরও বৃহৎ প্রকল্প নেওয়া হবে। জাতীয় কর্মশালায় উচ্চশিক্ষা বিস্তারে অর্জিত সাফল্য তুলে ধরার পাশাপাশি স্বীকার করা হয়, বাংলাদেশে উচ্চশিক্ষা ও গবেষণায় প্রয়োজনীয় অবকাঠামোর ঘাটতি রয়েছে। যে কারণে নতুন জ্ঞান সৃষ্টিতে বিশ্ববিদ্যালয়গুলো কাক্সিক্ষত সাফল্য অর্জন করতে পারেনি। স্মর্তব্য, হেকেপ প্রকল্পের আওতায় রক্ত পরীক্ষার মাধ্যমে ক্যান্সার রোগ নির্ণয়, স্বল্পমূল্যে গবাদিপশুর ক্ষুরা রোগের টিকা উদ্ভাবন, পাটকাঠি ব্যবহার করে কাঠের বিকল্প প্লাইউড উদ্ভাবনসহ নানা আবিষ্কার সাড়া ফেলেছে। এরই মধ্যে বেশকিছু উদ্ভাবনের জন্য দেশে-বিদেশে প্যাটেন্ট আবেদন দাখিল করা হয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে দেশ দ্রুত এগিয়ে যাওয়ার সাফল্য দেখালেও মানসম্মত শিক্ষার সংকট একটি বাস্তব বিষয়। যে কারণে উচ্চশিক্ষিত বেকারের হার আশঙ্কাজনক হারে বাড়ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে নিজের চলার মতো খরচ মেটানো চাকরি পাওয়াও দায় হয়ে পড়েছে। এ সংকটের অবসানে যেসব ক্ষেত্রে শিক্ষিত জনবলের অভাব রয়েছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেসব ক্ষেত্রে বিভাগ সৃষ্টিতে নজর দিতে হবে। যা আজ জাতীয় কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর