সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

তোরা সব জয়ধ্বনি কর

শিরস্ত্রাণে আরও একটি সোনালি পালক

তোরা সব জয়ধ্বনি কর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর কবিতার বহুল পরিচিত পঙ্ক্তির প্রতিবিম্ব এবার অনুভূত হয়েছে সারা দেশের ভোটারদের অভিব্যক্তিতে। আর এই অভিব্যক্তির পরিণতিতে টানা তৃতীয়বার সরকার গঠনের সুযোগ পাবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। ২০১৪-এর ভোট যুদ্ধে বিএনপিসহ সমমনা দলগুলো বর্জনের পথ বেছে নেওয়ায় তা একতরফা নির্বাচনে পরিণত হয়। দশম সংসদ নির্বাচনের সাংবিধানিক বৈধতা থাকলেও তাতে সব পক্ষের অংশীদারিত্ব না থাকায়, দেশবাসী ভোটের উৎসবী পরিবেশ থেকে বঞ্চিত হয়। নির্বাচন বর্জনের ভুল রাজনীতি বর্জনকারীদের জন্যও বিড়ম্বনা সৃষ্টি করে। একাদশ সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যক দল ও প্রার্থীর অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। বিচ্ছিন্ন কিছু ঘটনা বাদে সারা দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ করা হয়েছে। মধ্য পৌষের হাড় কাঁপানো শীত উপেক্ষা করে সকাল ৮টার আগেই রাজধানীর ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘলাইন পড়ে যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। এটি শুধু রাজধানী নয়, টেকনাফ থেকে তেঁতুলিয়া সারা দেশের অভিন্ন চিত্রে পরিণত হয়। নির্বাচনের শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর পরিশ্রম করেছেন। প্রতিটি নির্বাচনী এলাকায় সশস্ত্র বাহিনী ও বিজিবি সদস্যদের মোতায়েন নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রেখেছে। তারপরও দুর্বৃত্তদের কালো থাবা বিচ্ছিন্নভাবে দেশের কোনো কোনো কেন্দ্রের নির্বাচনী পরিবেশ কলুষিত করেছে। তবে তার সংখ্যা নব্বই-পরবর্তী যে কোনো নির্বাচনের চেয়ে কম। সদ্য সমাপ্ত নির্বাচনে নিরঙ্কুশ জয়ের সুবাদে টানা তৃতীয় বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে মুক্তিযুদ্ধের আদর্শের পতাকাবাহী মহাজোট। দেশের মানুষ দুর্বৃত্তায়ন ও সংঘাত হানাহানির দিনগুলোতে ফিরে যাওয়ার বদলে উন্নয়নের ধারা অব্যাহত রাখার পক্ষে ভোট দিয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের দুই বছর আগে মুক্তিযুদ্ধের নেতৃত্বাধীন দল আওয়ামী লীগকে বেছে নিয়েছে। আমরা দেশবাসীর এই বিজ্ঞচিত রায়কে অভিনন্দন জানাই। বাংলাদেশকে জিতিয়ে দেওয়ার এই রায়ের কারণে যিনি পরপর শিরস্ত্রাণে তৃতীয় বারের মতো বিজয়ের সোনালি পালক ধারণ করতে পারলেন সেই বঙ্গবন্ধু কন্যাকেও আমাদের অভিনন্দন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর