বুধবার, ৩০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

একাদশ সংসদের যাত্রা শুরু

গণতন্ত্র ও সুশাসনে ভূমিকা কাম্য

একাদশ সংসদ নির্বাচনের ঠিক এক মাস পর আজ সংসদের প্রথম অধিবেশন বসছে। গত সোমবার দশম সংসদের মেয়াদ শেষ হওয়ায় একাদশ সংসদ আজ থেকে আনুষ্ঠানিকভাবে তার যাত্রা করছে। সংসদের প্রথম অধিবেশনের শুরুতে দশম সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করবেন। একাদশ সংসদের প্রথম এবং বছর শুরুর অধিবেশন হওয়ায় প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি প্রথম অধিবেশনে ভাষণ দেবেন। প্রথম অধিবেশনে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নিয়োগ করা হবে। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবও আনা হবে সংসদে। তার ওপর আলোচনাও শুরু হবে নিয়ম মেনেই। একাদশ সংসদের প্রথম অধিবেশনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। নিñিদ্র নিরাপত্তারও ব্যবস্থা নেওয়া হয়েছে। ৩০ ডিসেম্বরের সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে জয়ী হয়। নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট মাত্র আটটি আসনে জয়ী হয়েছে। তবে ঐক্যফ্রন্টের সদস্যরা এখনো সংসদ সদস্য হিসেবে শপথ নেননি এবং সে হিসেবে আজকের অধিবেশন শুরু হবে ঐক্যফ্রন্টের সদস্যদের অনুপস্থিতিতেই। একাদশ সংসদের প্রধান বিরোধী দলের ভূমিকায় থাকছে এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। তবে দলীয় প্রধান ও সংসদের বিরোধীদলীয় নেতা অসুস্থতার কারণে প্রথম অধিবেশনের উদ্বোধনী দিনে উপস্থিত থাকবেন না। তাঁর অনুপস্থিতিতে বিরোধী দলের নেতৃত্ব দেবেন দলের কো-চেয়ারম্যান জি এম কাদের। একাদশ সংসদের প্রথম অধিবেশনের দিকে আজ দেশের সিংহভাগ মানুষের দৃষ্টি থাকবে। গত এক দশকে দেশে যে রাজনৈতিক স্থিতিশীলতা অর্জিত হয়েছে, পশ্চাৎপদ অবস্থা থেকে অগ্রসর বিশ্বের কাতারে পৌঁছানোর যে প্রত্যয় জনমনে গেড়ে বসেছে তা ধরে রাখার দায়িত্ব একাদশ সংসদের সদস্যদের পালন করতে হবে। দেশের উন্নয়নের পাশাপাশি সুশাসন কায়েমেও তাদের সফল হতে হবে। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় একাদশ সংসদ দৃষ্টান্তস্থানীয় ভূমিকা রাখবে- এমনটিই দেখতে চায় দেশের ১৬ কোটি মানুষ।

সর্বশেষ খবর