শিরোনাম
বুধবার, ৩০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বিদেশে অর্থ পাচার

অপকর্মের হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন

বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়ে যাচ্ছে আমদানি ও রপ্তানির আড়ালে। ওয়াশিংটনভিত্তিক গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান গ্লোবাল ফিন্যানশিয়াল ইন্টিগ্রিটির (জিএফআই) প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালে বাংলাদেশ থেকে ৫৯১ কোটি ৮০ লাখ ডলার পাচার হয়েছে। ডলারের বর্তমান হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ ৫০ হাজার কোটি টাকা। সংস্থাটি গত সোমবার ১৪৮টি উন্নয়নশীল দেশকেন্দ্রিক অবৈধ অর্থ প্রবাহ (২০০৬-২০১৫) শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশ থেকে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার হওয়ার যে তথ্য দিয়েছে তা নিঃসন্দেহে উদ্বেগজনক। প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে পণ্য আমদানির ক্ষেত্রে ওভার ইনভয়েসিং বা বেশি মূল্য ও পরিমাণ দেখানো ও রপ্তানির ক্ষেত্রে আন্ডার ইনভয়েসিং বা কম মূল্য ও পরিমাণ দেখানোর মাধ্যমে কোন দেশ থেকে কী পরিমাণ অর্থ বাইরে পাচার হয়ে গেছে এবং অন্য দেশ থেকে একইভাবে কী পরিমাণ অর্থ এসেছে, তার প্রাক্কলন করা হয়েছে। এতে বলা হয়েছে, টাকা পাচার হয়েছে এমন শীর্ষ দেশের মধ্যে রয়েছে বাংলাদেশসহ এশিয়ার চারটি দেশ। অন্য তিন দেশ হলো- ভারত, মালয়েশিয়া ও ফিলিপাইন। আবার অন্য দেশ থেকে পাচার হয়ে এসেছে এমন শীর্ষ ৩০ দেশের মধ্যেও রয়েছে বাংলাদেশ। ২০১৫ সালে বাংলাদেশে পাচার হয়ে এসেছে ২৮০ কোটি ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী যার পরিমাণ প্রায় ২৩ হাজার ৫০০ কোটি টাকা। আমদানিকারক ও রপ্তানিকারক দেশের তথ্যের মধ্যে গরমিল এবং ব্যালান্স অব পেমেন্টের অসামঞ্জস্যতা থেকে ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানটি অর্থ পাচারের প্রাক্কলন করে। তাদের হিসাবমতে, গত এক দশকে বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় ৭ হাজার কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা। বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ আমদানি-রপ্তানির আড়ালে পাচার হয়ে যাওয়া উদ্বেগজনক। জিএফআইর হিসাবে অর্থ পাচারের যে তথ্য তুলে ধরা হয়েছে তা রোধ করা তথা সে অর্থ দেশে বিনিয়োগ করা সম্ভব হলে কয়েক লাখ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতো। পাচার বন্ধে আমদানি-রপ্তানির ক্ষেত্রে আন্ডার ও ওভার ইনভয়েসিংয়ের কারসাজি বন্ধের উদ্যোগ নিতে হবে। আমদানি-রপ্তানি প্রক্রিয়ায় জড়িত কর্মকর্তাদের সততা ও দক্ষতা নিশ্চিত করাও জরুরি। পাচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা হবে- এমনটিই প্রত্যাশিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর