শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

সতর্কতার বিকল্প নেই

জঙ্গি প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা নিন

জঙ্গিবাদবিরোধী লড়াইয়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাফল্য সত্যিকার অর্থেই গর্ব করার মতো। তবে এতে আত্মপ্রসাদের অবকাশ নেই। জঙ্গিবাদবিরোধী লড়াইয়ে বর্তমান সরকারের সুস্পষ্ট অঙ্গীকারের কারণে গত এক দশকে মানবতাবিরোধী নোংরা ভূত মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ না পেলেও সুযোগ পেলেই তারা যে থাবা বিস্তার করবে না তা ভাবার কারণ নেই। জঙ্গিদের সামর্থ্যকে খাটো করে দেখাও আহাম্মকের স্বর্গে বসবাস করার শামিল। শ্রীলঙ্কায় সে দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা ঘটেছে জঙ্গিবাদ সম্পর্কে অসতর্ক মনোভাবের কারণে। আগাম তথ্য পাওয়া সত্ত্বেও সতর্ক থাকার বিষয়ে গুরুত্ব দেওয়ার প্রয়োজনবোধ করেনি সে দেশের প্রশাসন; যার খেসারত দিতে হয়েছে শ্রীলঙ্কাকে। হামলার ঘটনা শ্রীলঙ্কার ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে আস্থার সম্পর্কে যেমন চিড় ধরিয়েছে, তেমন সে দেশের পর্যটননির্ভর অর্থনীতিকে বিপর্যয়ের মধ্যে ফেলেছে। জঙ্গিবাদ দমনে বাংলাদেশের ঈর্ষণীয় সাফল্য থাকলেও শ্রীলঙ্কার ঘটনা বাড়তি সতর্কাবস্থা অবলম্বনের তাগিদ সৃষ্টি করেছে। সবারই জানা, নিউজিল্যান্ডের পর শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে মাত্র ৩৬ দিনের মাথায়। পাল্টাপাল্টি আরও ঘটনা ঘটতে পারে যে কোনো দেশে। বাংলাদেশও এ বিপদ থেকে মুক্ত নয়। দেশে ধর্মীয় অসহিষ্ণুতার রোগে ভোগা মানসিক প্রতিবন্ধীর সংখ্যা নগণ্য হলেও তাদের খাটো করে দেখার অবকাশ নেই। জঙ্গিবাদ সাফল্যের সঙ্গে দমন করা সম্ভব হয়েছে এ রকম তৃপ্তির ঢেঁকুর তুলে কোনোরকম শিথিলতা দেখানোর কোনো সুযোগ নেই। বরং বৈশ্বিক সন্ত্রাসবাদের প্রভাব পরিমাপ করে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। শ্রীলঙ্কার পুলিশসহ গোয়েন্দা সংস্থাগুলো আগাম খবর পাওয়ার পরও সে অনুযায়ী ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় বিপর্যয় নেমে এসেছে। দায়িত্ব পালনে শিথিলতা, কমিটমেন্টের অভাব এবং অন্তর্দ্বন্দ্বের কারণেই এত বড় ঘটনা ঘটেছে। বাংলাদেশে যাতে কোনোভাবেই জঙ্গিবাদ সম্পর্কে হেলাফেলার মনোভাব মাথাচাড়া দিয়ে না ওঠে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। জঙ্গি সৃষ্টির সব উপাদানের বিরুদ্ধেও কার্যকর ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে সামাজিক প্রচারমাধ্যমগুলোয় যারা ধর্মীয় অসহিষ্ণুতা ও উগ্রবাদের প্রচারণা চালাচ্ছে তাদের আইনের আওতায় আনতে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থেই এ ব্যাপারে হতে হবে আপসহীন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর