শিরোনাম
শুক্রবার, ৩১ মে, ২০১৯ ০০:০০ টা

বাংলাদেশ-জাপান যৌথ বিবৃতি

দুই দেশের সম্পর্কের মাইলফলক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফরকালে সে দেশের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেছেন। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে ওঠার স্বপ্ন পূরণে বাংলাদেশকে সহায়তার প্রতিশ্রুতি দুই দেশের সম্পর্কে নতুন মাইলফলক রচনা করেছে। সফরকালে বাংলাদেশকে ২৫০ কোটি ডলার ঋণ সহায়তার প্রতিশ্রুতিও একটি আশাজাগানিয়া ঘটনা। এ অর্থ দিয়ে মাতারবাড়ী সমুদ্রবন্দর উন্নয়ন প্রকল্পসহ বেশকিছু গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করা হবে। গত জানুয়ারিতে চতুর্থবারের মতো দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটাই প্রথম জাপান সফর। চুক্তি স্বাক্ষরের পর যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ করেন, বাংলাদেশের মানুষের হৃদয়ে জাপানের জন্য বিশেষ জায়গা রয়েছে। স্বাধীনতার পর থেকে জাপানের দেওয়া সহায়তার কথাও তিনি স্মরণ করেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। জাপানের ঐতিহাসিক উন্নয়ন থেকে তিনি প্রভাবিত হয়েছিলেন। স্বাধীনতার ৪৮ বছর পর আমরা আত্মবিশ্বাসের সঙ্গেই বলতে পারি, সেই কাক্সিক্ষত স্বপ্ন পূরণের লক্ষ্যে এখন আমরা সঠিক পথ ধরেই এগিয়ে চলেছি। জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, আমাদের দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরও শক্তিশালী ও সম্প্রসারণ করার বিষয়ে বেশকিছু নতুন ধারণা নিয়ে আলোচনা করেছি। সম্ভাব্য যেসব ক্ষেত্র থেকে দুই দেশই লাভবান হতে পারে তা উদ্ভাবন করার বিষয়ে তারা একমত হয়েছেন। দুই প্রধানমন্ত্রীর বৈঠকে সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরমাণু নিরস্ত্রীকরণে একে অন্যের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐকমত্য হয়েছে। রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনে এবং এ সমস্যার টেকসই সমাধানে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে জাপানের পক্ষ থেকে। উন্নত দেশের কাতারে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে জাপানের সহযোগিতার আশ্বাস গুরুত্বের দাবিদার। জাপান বিশ্বের নেতৃস্থানীয় শিল্পোন্নত দেশ। প্রযুক্তিগত দিক থেকে সবচেয়ে এগিয়ে থাকা দেশগুলোর মধ্যে জাপান একটি। জাপানি বিনিয়োগ নিশ্চিত হলে বাংলাদেশের পক্ষে দ্রুত এগিয়ে যাওয়া সম্ভব হবে। এ সম্ভাবনা কাজে লাগাতে দুই দেশকেই যতœবান হতে হবে।

সর্বশেষ খবর