রবিবার, ২ জুন, ২০১৯ ০০:০০ টা

রোজার ঢাল যেন ভেঙে না যায়

মাওলানা সেলিম হোসাইন আজাদী

রোজার ঢাল যেন ভেঙে না যায়

রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘রোজা হলো ঢালের মতো।’ আমরা জানি, ঢাল ব্যবহার হয় আত্মরক্ষার প্রয়োজনে। যুদ্ধে শত্রুর আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে সৈনিকরা ঢাল ব্যবহার করেন। ঢাল যদি মজবুত না হয়, তাহলে খুব সহজেই শত্রুর হাতে কাবু হতে হয়। তাই প্রতিটি সৈনিক যুদ্ধের আগে অস্ত্র-গোলাবারুদ যেমন খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করে, তেমনি তার আত্মরক্ষার সরঞ্জামাদি ঠিক আছে কিনা তাও দেখে নেয়। এ হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসরা বলেন, প্রথমত রোজা আপনাকে আল্লাহর অসন্তুষ্টি থেকে বেঁচে থাকার যোগ্য করে তোলে। এ সম্পর্কে আল কোরআনে আল্লাহতায়ালা বলেন, ‘হে ইমানদারগণ! তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হলো, যেমন তোমাদের পূর্ববর্তীদেরও দেওয়া হয়েছিল, যাতে তোমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারো।’ সূরা বাকারা, আয়াত ১৮৩। তাকওয়া মানে বেঁচে থাকা। আল্লাহ অসন্তুষ্ট হন এমন সব কাজ থেকে সাবধান-সতর্ক হয়ে জীবনযাপন করাকে কোরআনের পরিভাষায় তাকওয়া বলে। তার মানে দাঁড়াল, আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষা করার বড় ঢাল হলো রোজা। দ্বিতীয়ত রোজা আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর নিশ্চয়তা দেয়। এ সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘রোজা ও কোরআন বান্দার জন্য আল্লাহর কাছে শাফায়াত করবে। রোজা বলবে, হে আল্লাহ! আমি তাকে খাওয়া এবং কামনা থেকে বেঁচে থাকতে বলেছি, সে আমার কথা শুনেছে। তাই তার ব্যাপারে আমার সুপারিশ কবুল কর। কোরআন বলবে, হে আল্লাহ! সারা দিনের ক্লান্তি শেষে তোমার বান্দা রাতে আমাকে তিলাওয়াত করেছে। আমাকে নিয়ে গবেষণা করেছে। দিনের প্রতিটি মুহূর্তে আমার বলে দেওয়া পথে সে নিজেকে চালিয়েছে। তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ কর। তাদের দুজনের সুপারিশই কবুল করা হবে।’ তৃতীয়ত সব ধরনের পাপকাজ থেকে বাঁচিয়ে রাখে রোজা। এ সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘রোজাদার অবশ্যই মিথ্যা-গিবত, ঝগড়া থেকে বেঁচে থাকবে। তার সঙ্গে কেউ ঝগড়া করতে চাইলেও সে এ বলে পাশ কাটিয়ে যাবেÑ ভাই! আমি রোজাদার। রোজা আমাকে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকতে বলেছে। তাই তুমি যতই চেষ্টা কর, আমাকে ঝগড়ায় জড়াতে পারবে না।’ আরেকটি হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে রোজাদার ঝগড়া-ফ্যাসাদ, মিথ্যা-গিবত থেকে বেঁচে থাকতে পারল না, তার না খেয়ে থাকায় আল্লাহর কোনো প্রয়োজন নেই।’

লেখক : বিশিষ্ট মুফাসসিরে কোরআন ও গণমাধ্যম ব্যক্তিত্ব। চেয়ারম্যান : বাংলাদেশ মুফাসসির সোসাইটি।

    www.selimazadi.com

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর