রবিবার, ২১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

শিক্ষার্থীদের ভোগান্তি কমান

শিক্ষার্থীদের প্রতি বছরই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য হয়রানির মুখে পড়তে হয়। এক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে ছুটতে হয় অন্য বিশ্ববিদ্যালয়ে। শুধু শিক্ষার্থী নয়, অভিভাবকদেরও পড়তে হয় হয়রানির মুখে। অর্থ খরচের পাশাপাশি এক বিশ্ববিদ্যালয় থেকে আরেক বিশ্ববিদ্যালয়ে ছুটতে গিয়ে নিরাপত্তা ঝুঁকিতেও পড়তে হয়। এ অবস্থার অবসানে রাষ্ট্রপতি গুচ্ছ পদ্ধতিতে ভর্তির পরামর্শ দিয়েছিলেন। আগে থেকেই শিক্ষাবিদদের অনেকে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার পক্ষে ছিলেন। রাষ্ট্রপতির বক্তব্যের পর বিষয়টিতে অনুকূল হাওয়া লাগে। কিন্তু কায়েমি স্বার্থবাদীদের কারণে বিষয়টি ঝুলে আছে। বড় বিশ্ববিদ্যালয়গুলো চায় না গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা হোক। এর সঙ্গে জড়িত রয়েছে শিক্ষকদের বাড়তি আয়ের স্বার্থ। চলতি বছর কৃষি বিশ্ববিদ্যালয়গুলো ছাড়া অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ পদ্ধতিতে রাজি হয়নি। এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৯ লাখ ৮৮ হাজার ১৭২ শিক্ষার্থী। তার মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪৭ হাজার ২৮৬ জন। আর জিপিএ ৪ থেকে ৫-এর মধ্যে রয়েছেন ২ লাখ ৪৭ হাজার ৭০০ শিক্ষার্থী। উচ্চশিক্ষার জন্য ভর্তিতে আসনের কোনো সংকট না থাকলেও পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন খুবই সীমিত। ফলে শিক্ষার্থীদের তীব্র প্রতিযোগিতায় নামতে হবে। শিক্ষামন্ত্রী বলেছেন, সমন্বিত বা গুচ্ছ পদ্ধতিতে ভর্তির যে চেষ্টা তারা চালাচ্ছেন তা অব্যাহত থাকবে। কিছু কিছু বিশ্ববিদ্যালয় নিজেরাই নিজেদের পরীক্ষা নিতে চায়। তবে আমরা বলেছি, সমন্বিত পদ্ধতিতে ভর্তির ব্যবস্থা করা সম্ভব না হলেও যেন গুচ্ছ পদ্ধতিতে হয়। মেডিকেলে সমন্বিত ভর্তি পরীক্ষা হলে অন্যরা পারবে না কেন? এবার হয়তো গুচ্ছ পদ্ধতিতে সবাইকে আনা সম্ভব হবে না। তবে আগামী বছর থেকে বেশির ভাগ বিশ্ববিদ্যালয়কে গুচ্ছ পদ্ধতিতে আনার চেষ্টা থাকবে। স্মর্তব্য, প্রতি বছর পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রত্যেক শিক্ষার্থীকে পাঁচ-সাতটি বিশ্ববিদ্যালয়ে ছোটাছুটি করতে হয়। তাদের থাকা ও খাওয়ার জায়গা খুঁজে পেতে ভোগান্তির মুখে পড়তে হয়। গুচ্ছ পদ্ধতির পরীক্ষা হলে এ ভোগান্তি কমবে। শিক্ষার্থীদের ভোগান্তিতে ফেলা শিক্ষকদের কাম্য হওয়া উচিত নয়। কিন্তু লোভের কাছে শিক্ষকদের অনেকেই তাদের নীতিবোধকে জিম্মি করার কারণে আটকে আছে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা শুরুর প্রক্রিয়া।

সর্বশেষ খবর