মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

শ্রমিক অসন্তোষ

সামাজিক অস্থিরতার আশঙ্কা

বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ প্রদর্শন করেছেন শ্রমিকরা। প্যারাডাইজ ক্যাবলস ইন্ডাস্ট্রি নামের একটি কারখানার তিন শতাধিক শ্রমিক লডকাউন ভঙ্গ করে রবিবার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে মহানগরের চাষাঢ়ায় এসে অবস্থান নেন। চার ঘণ্টা ধরে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। করোনাভাইরাসের অজুহাতে বেতন পরিশোধ করা হয়নি সারা দেশে এমন প্রতিষ্ঠানের সংখ্যা বিপুল। বিজিএমইএর সদস্যভুক্ত প্রায় ২০০ গার্মেন্টে গত সোমবার পর্যন্ত মজুরি পরিশোধ করা সম্ভব হয়নি। এসব কারখানার প্রায় সোয়া লাখ পোশাকশ্রমিকের বেতন এখনো পরিশোধ করেননি বিজিএমইএ সদস্যভুক্ত কারখানার মালিকরা। তবে তৈরি পোশাকশিল্পের ২ হাজার ৯৩টি কারখানার ২৩ লাখ ৬০ হাজার শ্রমিক গত মার্চের বেতন-ভাতা পেয়েছেন। অর্থাৎ ৯২ দশমিক ৪ শতাংশ কারখানার শ্রমিক ইতিমধ্যে বেতন পেয়েছেন, যা মোট শ্রমিকের ৯৫ দশমিক ৪৫ শতাংশ। পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি-বিজিএমইএ বলেছে, তাদের সদস্যভুক্ত ১৮১ কারখনার ১ লাখ ১২ হাজার ৪১৭ জন শ্রমিক মার্চের বেতন পাননি; তবে তাদের বেতন প্রদানের প্রক্রিয়া চলছে। করোনাভাইরাসে শিল্পকারখানা ও প্রতিষ্ঠান বন্ধ থাকায় বেতন-ভাতা পরিশোধে অপ্রত্যাশিত জটিলতা দেখা দিয়েছে। লকডাউন বা সাধারণ ছুটির সীমা বাড়লে জটিলতা আরও বাড়তে পারে। পরিস্থিতি এতই গুরুতর যে, সারা দেশের লাখ লাখ শ্রমিক-কর্মচারী বেকারত্বের আশঙ্কায় ভুগছেন। এ পরিস্থিতির উত্তরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না গেলে তা সামাজিক অস্থিরতার কারণ হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর