বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
পাঠকের কলাম

অস্বাস্থ্যকর বায়ুমান

সরকার করোনাভাইরাস মোকাবিলায় যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছে বলে প্রতীয়মান হয়। প্রধানমন্ত্রী কার্যকর নির্দেশাবলি দিয়েছেন। তবে একটি বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। তা হলো, অস্বাস্থ্যকর বায়ুমান। আবহাওয়া সংবাদ, ‘রেডিও টুডে’ থেকে শুনলাম রোজই বাতাসের ‘বায়ুমান’ অস্বাস্থ্যকর থাকে। কদাচিৎ সহনীয় বলা হয়। লক্ষ্য করার বিষয়, আমাদের চারদিকের বাতাসের সঙ্গে যে বায়ুমন্ডল তা ধূলিকণায় আবৃত থাকে। তার ‘বায়ুমান’ অস্বাস্থ্যকর থাকলে আমরা বিশুদ্ধ বাতাস নিঃশ্বাসে নিতে পারছি না। দূষিত বায়ুর মধ্যেই আামদের জীবনধারণ করতে হবে। আর বিষাক্ত বাতাস ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিচরণ ক্ষেত্র। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ‘বাতাসের বায়ুমান’ স্বাস্থ্যকর ও সহনীয় রাখতে যথাযথ পদক্ষেপ নিন।

-মো. নাছিরউল্লাহ খান, ঢাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর