মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০ ০০:০০ টা

ধর্মতত্ত্ব

আলেমরা দরুদ পাঠ করার মুস্তাহাব স্থানগুলো উল্লেখ করেছেন। তা হলো- ১. জুমার দিনে ও রাতে। এতে কেউ শনিবার, রবিবার ও বৃহস্পতিবারও বর্ধিত করেছেন। ২. সকাল-সন্ধা। ৩. মসজিদে প্রবেশ করতে ও বের হতে। ৪. নবী করিম (সা.)-এর রওজা জিয়ারত করতে। ৫. সাফা-মারওয়া অবস্থান করা অবস্থায়। ৬. জুুমা বা অন্য কোনো খুতবায়। ৭. মুয়াজ্জিনের আজানের প্রতিউত্তরের পর। ৮. ইকামতের সময়। ৯. যে কোনো দোয়ার শুরুতে, মাঝে ও শেষে। ১০. দোয়ায়ে কুনুতের পর। ১১. তালবিয়া থেকে ফারেগ হওয়ার পর। ১২. কোনো বৈঠকে এবং বৈঠক থেকে পৃথক হওয়ার সময়। ১৩. অজু করার সময়। ১৪. কানে শোঁ শোঁ আওয়াজ হয়ে গেলে। ১৫. কোনো জিনিস ভুলে গেলে তা স্মরণ করতে। ১৬. ওয়াজ ও ইলমে দীনের প্রচার-প্রসার করার সময়। ১৭. হাদিস পাঠ করার শুরুতে ও শেষে। ১৮. প্রশ্ন ও ফতোয়া লেখার সময়। ১৯. প্রত্যেক লেখক ও শিক্ষকের জন্য।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর