বুধবার, ২৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা
বিচিত্রতা

ডলফিন

বাদুড় যেমন আকাশে উড়লেও পাখি নয়, তেমনি ডলফিন পানিতে বাস করলেও মাছ নয়। বাদুড়ের মতো ডলফিনও স্তন্যপায়ী। আমাদের দেশে ডলফিনকে প্রায় শুশুক বলা হয়। তিমি আর শুশুক একই বর্গভুক্ত প্রাণী। আজব এ প্রাণীটির বুদ্ধির তুলনা নেই। ডলফিনকে বলা হয় সমুদ্রে মানুষের বন্ধু। সমুদ্রে পথহারা নাবিককে কিনারা খুঁজতে যেমন সাহায্য করে, তেমন অথই সাগরে জাহাজডুবিতে হাঙরের মতো হিংস্র প্রাণীর হাত থেকেও মানুষকে বাঁচাতে এগিয়ে আসে ডলফিন। ডুবন্ত নাবিকের চারপাশে ঘুরে তৈরি করে ডলফিনবর্ম। তাই যেখানে ডলফিনের দেখা মেলে সেখানে অনেকটাই নিশ্চিন্ত সমুদ্রচারীরা। মজার ব্যাপার হচ্ছে, বাচ্চাদের সঙ্গে এরা খুবই বন্ধুসুলভ আচরণ করে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর