বুধবার, ২৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ধান চাল সংগ্রহ

কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করুন

চলতি বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো চাষ হয়েছে। আশা করা হচ্ছে এ বছর রেকর্ড পরিমাণ বোরো ধান উৎপাদন হবে। ইতিমধ্যে দেশজুড়ে বোরো ধান কাটা শুরু হয়েছে। কৃষকের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার চলতি বোরো মৌসুমে সাড়ে ৬ লাখ টন ধান ও সাড়ে ১১ লাখ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনা হবে ২৭ টাকা কেজি দরে। আজ থেকে শুরু হবে ধান সংগ্রহ অভিযান। ৭ মে থেকে মিলারদের কাছ থেকে কেজিপ্রতি ৪০ টাকায় সিদ্ধ ও ৩৯ টাকায় আতপ চাল কেনা হবে। গত বছর বোরো মৌসুমে কেজিপ্রতি ২৬ টাকায় ধান, ৩৭ টাকায় সিদ্ধ চাল ও ৩৬ টাকায় আতপ চাল কেনার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। গত বছর ধান উৎপাদন ব্যাহত হওয়ায় ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। এ বছর উৎপাদন সন্তোষজনক হওয়ায় লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলেই আশা করা হচ্ছে। ধানের দাম গত বছরের চেয়ে কৃষক ১ টাকা বেশি পাবেন এবার। আর চাল সরবরাহকারী ব্যবসায়ীরা প্রতি কেজি চালে পাবেন বাড়তি ৩ টাকা। মঙ্গলবার খাদ্যমন্ত্রী ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে বলেছেন, বোরো মৌসুমে কৃষকের ধানের ন্যায্যমূল্য দেওয়ার বিষয়টিকে গুরুত্ব দিয়ে সংগ্রহমূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি সংগ্রহের ক্ষেত্রে চালের গুণগত মানের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। মান বজায় রেখে চাল কেনার জন্য মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে। কৃষকের কাছ থেকে সরকার

যে ধান সংগ্রহ করে তাতে কৃষক নির্বাচন করা হয় লটারির মাধ্যমে। কৃষকের সচেতনতার অভাবে প্রায়ই এ পদ্ধতির সুফল তারা পায় না। মধ্যস্বত্বভোগীরা কৃষকের কাছ থেকে লটারির টিকিট কিনে নেওয়ায় ন্যায্যমূল্য থেকে বর্ঞ্চিত হয় তারা। এ ব্যাপারে কৃষক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির জন্য তাদের সংগঠিত করার কথা ভাবতে হবে। কিন্তু এ ব্যাপারে কার্যত কোনো উদ্যোগ নেই। আমরা আশা করব ধান উৎপাদনে উৎসাহ জোগাতে কৃষকের ন্যায্যমূল্য প্রাপ্তির দিকে নজর রাখা হবে। এজন্য প্রতিটি এলাকায় কৃষকের সমবায় গড়ে তোলার সম্ভাব্যতাও যাচাই করা উচিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর