শিরোনাম
মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১ ০০:০০ টা
ইতিহাস

নতুন দুর্গ

মুসা খান তাঁর প্রতিরোধব্যবস্থা আরও জোরদারের লক্ষ্যে যাত্রাপুর থেকে ৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে ইছামতীর তীরবর্তী ডাকচরে একটি নতুন দুর্গ নির্মাণের কাজ শুরু করেন। এক রাতের মধ্যে তৈরি হয় সুউচ্চ এক দুর্গ। দুর্গের চারপাশ ঘিরে খনন করা হয় গভীর পরিখা আর পরিখার প্রান্তে চারপাশে বাঁশের খুঁটি পুঁতে তৈরি হয় দুর্ভেদ্য বেষ্টনী। পরদিন নতুন এ দুর্গ থেকে মুসা খান শত্রু বাহিনীর ওপর আক্রমণ শুরু করেন। শুরুতেই দুর্গ থেকে নিক্ষিপ্ত কামানের গোলা শত্রু বাহিনীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। ইসলাম খান তখন তাঁর শিবিরে খাচ্ছিলেন। কামানের প্রথম গোলায় সুবাদারের খাবার কক্ষের সব তৈজসপত্র ও বাসন-কোসন চুরমার হয়ে যায় এবং তাঁর খাবার টেবিলের জনাতিরিশেক খানসামা নিহত হয়। আর কামানের দ্বিতীয় গোলা ছিন্ন-বিচ্ছিন্ন করে দেয় হাতির পিঠে আরোহী তাঁর পতাকাবাহককে। অচিরেই মুঘল বাহিনী সম্মিলিতভাবে পাল্টা আক্রমণ শুরু করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর