মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

ঘূর্ণিঝড় জাওয়াদ

আবহাওয়ার অনাকাক্সিক্ষত পরিবর্তন

বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে রূপ নেওয়ায় সারা দেশে গত দুই দিন বৃষ্টি হয়েছে। কোথাও বয়েছে ঝড়ো হাওয়া। ইলশেগুড়ি ধরনের বৃষ্টিতে তেমন জলাবদ্ধতা দেখা না দিলেও সমুদ্রোপকূলের মানুষ কোথাও কোথাও পড়ে বিপাকে। ঘূর্ণিঝড়ে সৃষ্ট জলোচ্ছ্বাসে খুলনার কয়রায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে। উত্তর বেদকাশী, গাতির ঘেরি ও হরিহরপুর গ্রামের প্রায় ২০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। জাওয়াদের প্রভাবে উপকূলীয় খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটজুড়ে গুমোট আবহাওয়া বিরাজ করছে। রবিবার ভোর থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টির সঙ্গে মাঝেমধ্যে দমকা বাতাস প্রবাহিত হয়। ঝড়ের আশঙ্কায় বঙ্গোপসাগর ও গভীর সমুদ্রে থাকা নৌযানগুলো উপকূলে আশ্রয় নেয়। জাওয়াদের প্রভাবে সাতক্ষীরায় গত দুই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। বরগুনার চারটি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বরগুনার পুরাঘাটা-আমতলী ও বরইতলা-বাইনচটকির ফেরির পন্টুন জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় কয়েক ঘণ্টা ফেরি পারাপার বন্ধ থাকে। নিম্নচাপজনিত বৃষ্টিপাতে রবি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পাতাকপি, ফুলকপির মতো বেশ কিছু সবজির চাষ ক্ষতিগ্রস্ত হবে মারাত্মকভাবে। এ বছর অগ্রহায়ণ শেষেও শীতের দেখা ছিল না রাজধানীতে। বৃষ্টিপাতের পরিণতিতে শীত জেঁকে বসতে পারে বলে আবহাওয়াবিদদের ধারণা। অগ্রহায়ণের এই সময়ে সাগরে নিম্নচাপ এবং তার প্রভাবে বৃষ্টিপাত আমাদের দেশে অনেকটাই বিরল। জলবায়ুর পরিবর্তনে কখন কোন প্রাকৃতিক দুর্যোগ হানা দেবে তা অনিশ্চিত হয়ে উঠেছে। দেশবাসীকে আবওহায়া পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। সাহস ভরে পরিস্থিতির মোকাবিলা করতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর