রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

করোনা সংক্রমণে রেকর্ড

অ্যান্টিজেন কিট নিয়ে জটিলতা অপ্রত্যাশিত

দেশজুড়ে করোনাভাইরাসের নতুন সংস্করণ ওমিক্রন ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। রাজধানীর হাসপাতালগুলোয় করোনা রোগীর সংখ্যা বাড়ছে। সারা দেশে করোনায় আক্রান্ত হয়ে যারা হাসপাতালে চিকিৎসাধীন তাদের ৬২ শতাংশই ঢাকায়। তবে ঢাকায় মৃত্যুহার সর্বনিম্ন। এদিক থেকে এগিয়ে খুলনা। সীমান্তবর্তী এলাকায় করোনাভাইরাসের থাবা যে বেশি খুলনা বিভাগের উচ্চ মৃত্যুহার সে প্রমাণই রাখছে। সারা দেশে নমুনা পরীক্ষায় শনাক্ত হারে ইতোমধ্যে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ২৬৮ জনের নমুনা পরীক্ষায় ১৫ হাজার ৪৪০ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। শনাক্তের হার ৩৩.৩৭ শতাংশ, যা মহামারিকালে সর্বোচ্চ। গত এক দিনে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০ করোনা রোগীর মৃত্যু হয়েছে। গত তিন মাসে এটি সর্বোচ্চ। করোনা সংক্রমণের উপসর্গ থাকায় নমুনা টেস্ট করতে দীর্ঘ লাইনে দাঁড়াচ্ছে মানুষ। নমুনা দিয়ে পাঁচ দিনে মিলছে না রিপোর্ট। সক্ষমতার তুলনায় বেশি নমুনা সংগ্রহ হওয়ায় ল্যাবে জমছে নমুনার স্তূপ। এর মধ্যে অ্যান্টিজেন টেস্ট কিটে ৩২ ভাগ শুল্ক আরোপ হওয়ায় দেখা দিয়েছে কিট সংকটের শঙ্কা। সরকারি গেজেট ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশন ভিত্তিতে কভিড-১৯ টেস্ট কিট শুল্কমুক্ত আমদানি করা যাবে। তবে কাস্টম বলছে, এটি ‘ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশন’ পণ্য নয়। তাই শুল্ক ছাড়া আমদানি করা যাবে না। অথচ এ পণ্য এক বছরের বেশি সময় ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশন হিসেবে শুল্কমুক্ত সুবিধা পেয়েছে। এখন শুল্ক আরোপে দেখা দিয়েছে জটিলতা। যারা এর আগে শুল্কমুক্ত আমদানি করেছেন তাদের কাছে চিঠি দিয়ে শুল্ক দাবি করছে এয়ারপোর্ট কাস্টম। এ অবস্থা চলতে থাকলে দেশে অ্যান্টিজেন টেস্ট কিটের সংকট দেখা দিতে পারে। এমনিতেই সাধারণ মানুষ লাইনে দাঁড়ানোর ভয়ে নমুনা পরীক্ষায় আগ্রহী নয়। সাধারণত চাকরিগত কারণে কিংবা বিদেশ সফরের প্রয়োজনে নমুনা পরীক্ষার গরজ অনুভব করে সাধারণ মানুষ। শুল্ক জটিলতায় দেশে অ্যান্টিজেন কিট সংকট সৃষ্টি হলে তা খারাপ উদাহরণ হিসেবে বিবেচিত হবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর