মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

শীতের প্রকোপ

গরিব দুঃখীদের পাশে দাঁড়াতে হবে

মাঘের শীত বাঘের গায়- প্রবাদের যথার্থতা প্রমাণে এ বছর দেরিতে হলেও শীত জেঁকে বসেছে বেশ জোরালোভাবে। দেশের বেশির ভাগ এলাকায় এখন মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। হাড় কাঁপানো শীতে জবুথবু সাধারণ মানুষ। কয়েক দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ছিল ঘন কুয়াশার দাপট। প্রচন্ড ঠান্ডায় স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ছে। প্রচন্ড শীতে একদিকে যেমন খেটে খাওয়া মানুষের চলাফেরা কষ্টকর হয়ে পড়েছে তেমন হাঁপানি, অ্যাজমা, নিউমোনিয়ার প্রকোপ বাড়ছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শৈত্যপ্রবাহ আরও কয়েক দিন অব্যাহত থাকবে। রবিবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও রাজশাহী বিভাগ এবং রাঙামাটি, ফেনী, মৌলভীবাজার, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল, ভোলা, টাঙ্গাইল, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ চলছে। সাধারণত নভেম্বরের মাঝামাঝি আমাদের দেশে শীতের আভাস মেলে। ডিসেম্বরে শুরু হয় তীব্রতা। এ বছর ডিসেম্বরেও দেশের বেশির ভাগ এলাকায় শীতের আধিপত্য অনুভূত হয়নি। তবে জানুয়ারি থেকে ক্রমান্বয়ে বাড়ছে শীতের প্রকোপ। উত্তরাঞ্চলের হাটবাজার ও শহরগুলোয় কমে গেছে মানুষের ভিড়। বাড়ি থেকে বের হচ্ছেন না অনেকেই। বিপাকে পড়েছে খেটে খাওয়া এবং নিম্ন আয়ের মানুষ। তারা কাজে যেতে পারছে না। দরিদ্র ছিন্নমূল মানুষ শীতের কাপড়ের সংকটে পড়েছে। তীব্র শীতে কাতর মানুষের পাশে দাঁড়িয়েছে সমাজের সম্পন্ন মানুষের অনেকেই। বিভিন্ন এলাকায় চলছে শীতবস্ত্র ও কম্বল বিতরণ। তবে চাহিদার তুলনায় তা নিতান্তই অপ্রতুল। শীতকাতর মানুষের পাশে এ বছর রাজনৈতিক নেতাদের তেমন একটা দেখা যাচ্ছে না। গরিব-দুঃখী মানুষের দুঃসময়ে তারা সহমর্মী ভূমিকা রাখলে শীতকাতর মানুষের দুর্ভোগ কিছুটা হলেও কমবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর