সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

সার্চ কমিটি গঠন

গ্রহণযোগ্য নির্বাচন কমিশন কাম্য

নির্বাচন কমিশন গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেছে সরকার। এ কমিটি নির্বাচন কমিশন গঠনে ১০ সদস্যের নাম সুপারিশ করবে। রাষ্ট্রপতি তাদের মধ্যে থেকে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের নিয়োগ দেবেন। সার্চ কমিটির সদস্যরা হলেন- হাই কোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, পদাধিকার বলে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন, মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক মুসলিম চৌধুরী। এ ছাড়া রাষ্ট্রপতি মনোনীত দুই সদস্য হলেন সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও অধ্যাপক ডা. আনোয়ারা সৈয়দ হক। শনিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ইসি গঠনের নতুন আইন অনুযায়ী, সার্চ কমিটি গঠনের ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে যোগ্য ব্যক্তিদের নাম প্রস্তাব করতে হবে। আগামী ১৪ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান ইসি বিদায় নেবে। ফলে এর আগেই নাম সুপারিশ করা সার্চ কমিটির জন্য বাধ্যবাধকতায় পরিণত হয়েছে। কমিটি প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের প্রতিটি পদের জন্য দুজন করে মোট ১০ জনের নাম প্রস্তাব করবে। এ ১০ জনের মধ্যে থেকে সিইসিসহ পাঁচজনকে দিয়ে নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি। স্বাধীনতার পর এবারই প্রথমবারের মতো আইনানুযায়ী ইসি গঠিত হচ্ছে। সার্চ কমিটি ইতোমধ্যে গতকাল বৈঠকে বসেছে। এ বৈঠকটি ছিল নিজেদের মধ্যে পরিচিত হওয়ার জন্য। পরবর্তীতে বৈঠক ডেকে নির্বাচন কমিশনের নাম সুপারিশের প্রক্রিয়া শুরু করা হবে। স্মর্তব্য, সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান ২০১৭ সালের সার্চ কমিটিতে হাই কোর্ট বিভাগের বিচারপতি হিসেবে সদস্য ছিলেন। স্বাধীনতার পর প্রথমবারের মতো নির্বাচন কমিশন গঠিত হচ্ছে এ সংক্রান্ত আইনের অধীনে। আশা করা হচ্ছে, সার্চ কমিটি সব পক্ষের কাছে গ্রহণযোগ্য এমন একটি নির্বাচন কমিশন গঠনে সত্যিকারের ব্যক্তিত্বসম্পন্ন এবং নিরপেক্ষ ব্যক্তিত্বদের নাম সুপারিশ করতে সক্ষম হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর