শুক্রবার, ১১ মার্চ, ২০২২ ০০:০০ টা

বাংলাদেশ-আমিরাত সম্পর্ক

প্রধানমন্ত্রীর সফরে নতুন সোপানে উন্নীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত সফর ভ্রাতৃপ্রতিম দুই দেশের সম্পর্ক নতুন সোপানে উন্নীত করবে এমনটিই আশা করা হচ্ছে। বিদেশে বাংলাদেশের কর্মজীবীদের ১৭ শতাংশের কর্মসংস্থান আরব আমিরাত। বাংলাদেশে দেশটির বিনিয়োগের পরিমাণও কম নয়। সফরকালে আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দুবাইয়ের শাসক মুহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে বৈঠকে দুই পক্ষই বিদ্যমান সম্পর্ক আরও জোরদারে সম্মত হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসা ও বিনিয়োগের বিপুল সুযোগ থাকার কথা তুলে ধরেন। আমিরাতের প্রধানমন্ত্রী বাংলাদেশ ও আমিরাতের মধ্যে ফ্লাইট সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলমান তৃতীয় টার্মিনাল নির্মাণ ও বিমানবন্দরের সক্ষমতা বাড়ানোর চেষ্টার কথা তুলে ধরেন। বৈঠক শেষে পারস্পরিক সহযোগিতা বাড়াতে চারটি সমঝোতা স্মারক সই করেছে দুই দেশ। মঙ্গলবার বিকালে দুবাই প্রদর্শনী কেন্দ্রে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মুহাম্মদ বিন রশিদ আল মাকতুমের উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক সই হয়। বাংলাদেশের সঙ্গে আরব আমিরাতের উন্নয়নে বাংলাদেশের কর্মজীবীরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন। দ্রুত উন্নয়নের উদাহরণ স্থাপনকারী বাংলাদেশে আমিরাতের বিনিয়োগের সুযোগও ব্যাপক। যা শুধু দুই পক্ষকেই লাভবান করবে না বরং ভ্রাতৃপ্রতিম সংহতিও জোরদার করবে। প্রধানমন্ত্রী তাঁর আমিরাত সফরকালে দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সফরসঙ্গী করেছেন ব্যবসা ও বিনিয়োগের নতুন সোপান উন্মোচনের লক্ষ্যে। দুই দেশের ব্যবসায়ীদের যোগাযোগের মাধ্যমে এ বিষয়ে আস্থার সম্পর্ক গড়ে উঠলে তা হবে এক বড় অর্জন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর