সোমবার, ২১ মার্চ, ২০২২ ০০:০০ টা

সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য

লাভবান হবে প্রায় ৫ কোটি মানুষ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখন দুনিয়াজুড়ে। করোনার কারণে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল উৎপাদন ব্যবস্থায়। খাদ্যপণ্যের দামও পড়ে গিয়েছিল মারাত্মকভাবে। এর ফলে কৃষি পণ্য উৎপাদনে উৎসাহ হারায় চাষিরা। ফলে খাদ্যপণ্য উৎপাদনে ঘাটতি দেখা দেয় দুনিয়াজুড়ে। মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে ইউক্রেনে রুশ আগ্রাসন। দুই দেশের ভয়াবহ যুদ্ধ এবং অবরোধ পাল্টা অবরোধ নিত্যপণ্যের বাজারে ত্রিশঙ্কু অবস্থা সৃষ্টি করেছে। বাংলাদেশের মতো নিম্নমধ্য আয়ের দেশের সিংহভাগ স্বল্পআয়ের মানুষ পড়েছে বিপাকে। আশার কথা, সারা দেশের নিম্নআয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে গতকাল থেকে। টিসিবির পক্ষ থেকে দুই কিস্তিতে ১ কোটি পরিবারের কাছে নিত্যপণ্য বিক্রি করা হবে। প্রথম কিস্তি বিক্রি হবে ২০ থেকে ৩০ মার্চ আর দ্বিতীয় কিস্তি ৩ থেকে ২০ এপ্রিল পর্যন্ত। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে টিসিবি। বিতরণের আগের দিন সংশ্লিষ্ট ফ্যামিলি কার্ড হোল্ডারদের পণ্য বিক্রির স্থান ও সময় জানিয়ে দেওয়া হবে। পণ্যের মধ্যে রয়েছে ২ লিটার সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকা দরে, ২ কেজি চিনি ৫৫ টাকা দরে, ২ কেজি মসুর ডাল ৬৫ টাকা দরে, ২ কেজি ছোলা ৫০ টাকা দরে এক প্যাকেটে বিক্রি করা হবে। সুশৃঙ্খলভাবে পণ্য সরবরাহের জন্য নিম্নআয়ের পরিবারগুলোর তালিকা তৈরি করে বিশেষ ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। রাজধানীর ১২ লাখ এবং বরিশাল সিটির ৯০ হাজার পরিবারকে কার্ড দেওয়া সম্ভব হয়নি। এসব এলাকায় ভ্রাম্যমাণ ট্রাক সেলের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করা হবে। দেশের নিম্নআয়ের মানুষের তালিকা তৈরি করে কার্ডের মাধ্যমে পণ্য সরবরাহের ব্যবস্থা অবশ্যই প্রশংসাজনক। আশা করা যায় সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য সরবরাহের এ সিদ্ধান্তে প্রায় ৫ কোটি মানুষ উপকৃত হবে। তাদের জন্য কল্যাণ বয়ে আনবে।

সর্বশেষ খবর