বুধবার, ২৩ মার্চ, ২০২২ ০০:০০ টা
ইতিহাস

২০০ বছরের সংবাদপত্র

বাংলা সংবাদপত্রের ইতিহাস প্রায় ২০০ বছরের পুরনো। বাংলাদেশের সর্বকালের সবচেয়ে বহুল প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন। যার প্রচার সংখ্যা ৬ লাখ। প্রিন্ট সংস্করণে পাঠক ২৫ লাখের বেশি। অনলাইন সংস্করণ মিলে তা কোটি ছাড়িয়েছে। বাংলা ভাষার প্রথম সংবাদপত্র ‘সমাচার দর্পণ।’ ‘দিগদর্শন’ হলো প্রথম বাংলা সাময়িক পত্র। জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় ২৩ মে ১৮১৮ সালে প্রকাশিত হয় প্রথম বাংলা সংবাদপত্র ‘সমাচার দর্পণ’। এটি ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। সম্পাদক জন ক্লার্ক ছিলেন ইংরেজ। তবে বাঙালিরাই এ পত্রিকাটি পরিচালনা করতেন। পত্রিকায় সরকারি কর্মচারী ও কর্মকর্তাদের সংবাদ, সরকারি বিজ্ঞপ্তি, ব্রিটেনের খবর, ইউরোপিয়ান দেশগুলোর সংবাদ, জন্ম-মৃত্যু ও বিয়ের সংবাদ, চলতি বিষয় এবং ভারতের ইতিহাস-ঐতিহ্যের সংবাদকে বেশি গুরুত্ব দেওয়া হতো। সংবাদপত্রটি শ্রীরামপুর খ্রিস্টান মিশনের আর্থিক সহযোগিতায় প্রকাশিত হতো। তবে এতে কোনো ধরনের ধর্মীয় প্রভাব ছিল না। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সব ধর্মের মানুষের সংবাদ বস্তুনিষ্ঠভাবে প্রকাশিত হতো বলে খুব অল্প সময়ে ‘সমাচার দর্পণ’ সবার কাছে গ্রহণযোগ্যতা পায় এবং জনপ্রিয়তা লাভ করে। এ সময় মানুষের মধ্যে জানার এবং পড়ার কৌতূহলও দিন দিন বাড়তে থাকে। পত্রিকাটির সহজ ও প্রাঞ্জল ভাষা ব্যবহার, তথ্যবহুল উপস্থাপনা এবং স্বচ্ছতা জনগণকে বিশেষভাবে আকর্ষণ করেছিল। পরবর্তীতে সপ্তাহে এক দিনের পরিবর্তে দুই দিন পত্রিকাটি প্রকাশ হতে থাকে। ১৮১৮ সালে জুনে গঙ্গাকিশোর ভট্টাচার্যের সম্পাদনায় প্রকাশিত হয় ‘বাঙ্গাল গেজেটি’। এরপর ১৮২১ সালে তারাচাঁদ দত্ত ও ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশিত হয় সাপ্তাহিক ‘সম্বাদ কৌমুদী’। ১৮৩৯ সালে প্রথম বাংলা দৈনিক পত্রিকা ‘সংবাদ প্রভাকর’ প্রকাশের মধ্য দিয়ে সংবাদপত্র জগতে আলোড়ন তোলেন কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। তিনি ছিলেন পত্রিকার সম্পাদক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর