শিরোনাম
মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

রমজানে দুটি চ্যালেঞ্জ

দুর্বৃত্তদের শায়েস্তা করুন

রমজানে দুটি চ্যালেঞ্জ হাজির হয়েছে সরকারের সামনে। প্রথমত, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ করা। দ্বিতীয়ত, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা। রোজার কয়েক মাস আগে থেকে নিত্যপণ্যের দাম ধরাছোঁয়ার বাইরে যাওয়ার অপপ্রক্রিয়া শুরু হয়েছিল। ইতোমধ্যে দাম যতটা বেড়েছে তা ভোক্তাদের কাছে অসহনীয় হয়ে উঠেছে। আরও বাড়লে তা শুধু ভোক্তা নয়, সুবিধাভোগীদের জন্যও বিপর্যয় ডেকে আনবে। নিত্যপণ্যের দাম মাত্রা ছাড়ালে কী বিপর্যয় দেখা দেয় শ্রীলঙ্কার পরিস্থিতি তার সাক্ষী। বাজারে নিত্যপণ্যের মূল্যস্ফীতির পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটেছে পাল্লা দিয়ে। সন্ত্রাসী হামলা, খুন, ছিনতাইয়ের মতো ঘটনাগুলো যেন হঠাৎ বেড়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের গোয়েন্দা সংস্থাগুলো। তবে সাধারণ মানুষের উদ্বেগ কমছে না। রাজধানীর শাহজাহানপুরে ২৪ মার্চ রাতে দুর্বৃত্তরা ফিল্মিস্টাইলে খুন করে রাজনৈতিক নেতা নামধারী জাহিদুল ইসলাম টিপুুকে। এ সময় সামিয়া আফনান প্রীতি নামে এক নিরীহ কলেজছাত্রীর নির্মম মৃত্যু হয়। এ ঘটনার সিসিটিভি ফুটেজ রীতিমতো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ২৬ মার্চ বিকালে সবুজবাগের বেগুনবাড়ীর নিজ ফ্ল্যাটে খুন হন তানিয়া আফরোজ নামে গৃহবধূ। সবশেষ ২৭ মার্চ ভোরে দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হন দন্তচিকিৎসক ডা. আহমেদ মাহি বুলবুল। তিনটি ঘটনাই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিজেদের স্বার্থেই সরকারকে প্রতিশ্রুতিবদ্ধ ভূমিকা পালন করতে হবে। চাঁদাবাজি রোধে নিতে হবে কঠোর ব্যবস্থা। পেশাগত চাঁদাবাজ যেমন রাজনৈতিক টাউট, তথাকথিত পরিবহন শ্রমিক ও মালিক সংগঠনের অপতৎপরতা চলছে বছরের পর বছর। তার চেয়েও ভয়ংকর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নামে পরিচালিত চাঁদাবাজি। পণ্যের মূল্য বাড়ার অন্যতম কারণ এসব বেপরোয়া চাঁদাবাজি। ঈদ সামনে রেখে পাড়া-মহল্লার মানুষ শকুন নামের মাস্তানরা যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়েও সতর্ক থাকতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর