মঙ্গলবার, ১৪ জুন, ২০২২ ০০:০০ টা

ফেসবুক প্রতারণা

অপরাধীদের পাকড়াও করুন

ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর অপব্যবহার উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতারণার মাধ্যম হিসেবে যথেচ্ছভাবে ব্যবহার করা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম। ফলে প্রতিদিনই বিপুলসংখ্যক মানুষ প্রতারণার শিকার হচ্ছে। বাংলাদেশ প্রতিদিনে ফেসবুক প্রতারণার যে চিত্র তুলে ধরা হয়েছে তা চমকে ওঠার মতো। ফেসবুকে অহরহ প্রতারিত হচ্ছে প্রতারক চক্রের দেওয়া বিজ্ঞাপন। ওইসব বিজ্ঞাপনে বলা হচ্ছে, ৩৫-৪০ হাজার টাকা দামের সাইকেল মিলছে ৪ হাজার ৬০০ টাকায়! ১ হাজার টাকা বাড়িয়ে দিলেই পাওয়া যাবে বাংলাদেশের বাজারে না থাকা অত্যাধুনিক ইউরোপীয় সাইকেল! টাটা কোম্পানির মোটরযুক্ত সাইকেল বিক্রির অফার দিচ্ছে মাত্র ৭ হাজার টাকায়! শুধু তাই নয়, সোয়া লাখ টাকা দামের আইফোন দেওয়া হচ্ছে মাত্র ৪ হাজার টাকায়! সঙ্গে ঘড়ি ফ্রি! তবে এজন্য ‘বিকাশ’ বা ‘নগদ’-এর মাধ্যমে অগ্রিম পাঠাতে হবে মোট মূল্যের একটি অংশ। আর সারা বাংলাদেশে ওইসব পণ্যের ডেলিভারি দেওয়া হবে ২৪ ঘণ্টার মধ্যে। ফেসবুকে এমন প্রতারণামূলক বিজ্ঞাপন এখন ভূরিভূরি। লোভনীয় বিজ্ঞাপন দিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখো মানুষের টাকা। বিকাশ বা নগদের মাধ্যমে অগ্রিম টাকা পাঠিয়ে ফোন দিলেই ব্লক করে দেওয়া হচ্ছে ক্রেতার নম্বর। কখনো আবার টাকা পাঠিয়ে ফোন দিলে উল্টো করা হচ্ছে গালিগালাজ। ফেসবুক প্রতারণার অন্যতম টার্গেট নারীরা। নারীদের পোশাক বিক্রির লোভনীয় প্রস্তাব দেওয়া হচ্ছে ফেসবুকের মাধ্যমে। তাতে আকৃষ্ট হয়ে কেউ অর্থ পাঠালে দেওয়া হচ্ছে নিকৃষ্ট এমনকি পুরনো অব্যবহারযোগ্য পোশাক। প্রতারক চক্র নগদ বা বিকাশসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকেও ব্যবহার করছে প্রতারণার হাতিয়ার হিসেবে। তবে এ দুটি আর্থিক প্রতিষ্ঠানের সাফ জবাব, অভিযোগ পেলেই তারা এ ধরনের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। বিকাশ বা নগদের অ্যাকাউন্ট খুলতে যেহেতু জাতীয় পরিচয়পত্র লাগে সেহেতু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে প্রতারকদের খুঁজে বের করা কিংবা আইনের আওতায় আনা কঠিন কিছু নয়। এ ব্যাপারে অপরাধ দমনের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো সক্রিয় হবেন- এমনটিই প্রত্যাশিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর