সোমবার, ১৮ জুলাই, ২০২২ ০০:০০ টা

হোয়াইটওয়াশ

টেস্ট ও টি-টোয়েন্টিতেও এগোতে হবে

টাইগাররা ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে। তিন ম্যাচের সিরিজে প্রথমটিতে তামিম ইকবাল বাহিনী স্বাগতিকদের বিরুদ্ধে জয়ী হয়েছে ৬ উইকেটে। দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটের বিরাট জয় পেয়েছে টাইগাররা। শেষ ম্যাচে ক্যারিবীয়দের হারিয়েছে ৪ উইকেটে। টেস্ট ও টি-টোয়েন্টিতে বাংলাদেশ স্বাগতিক দলের বিরুদ্ধে দাঁড়াতে না পারলেও ওয়ানডেতে দেখিয়েছে বিপরীত চিত্র। হেসেখেলেই সিরিজ জয়ের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশও করেছে তারা। বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে শনিবার রাতে সব উইকেট হারিয়ে ১৭৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়েন তামিমরা। শনিবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে ৪ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। গোটা সিরিজেই বাংলাদেশ দলের অন্যতম সেরা কয়েকজন খেলোয়াড় ছিলেন অনুপস্থিত। সাকিব, মুশফিক খেলেননি। এটি তরুণদের জন্য দুর্দান্ত সুযোগ সৃষ্টি করে। তারা সে সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়েছে। সোহান, নাসুম ও তাইজুলের মতো খেলোয়াড়রা দারুণ খেলেছে। শেষ ওয়ানডে ম্যাচে আরেকটি উদাহরণ দেখিয়েছে সোহান। গুরুত্বপূর্ণ সময়ে সে দলের হাল ধরেছে। ঠান্ডা মাথায় শান্তভাবে ব্যাটিং করেছে। বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি ভালো একটি উদাহরণ। নাসুমের বোলিং এবং সোহান যেভাবে ব্যাটিং করেছে তা সিরিজের সবচেয়ে দৃষ্টিকাড়া বিষয়। মিরাজ বরাবরই দারুণ পারফর্ম করার সুনামের অধিকারী। তার পাশাপাশি সোহান ও নাসুম ছিল এবার অনন্য। টাইগাররা তাদের ক্যারিবীয় মিশনে ওয়ানডেতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেও টেস্ট ও টি-টোয়েন্টিতে নিজেদের দুর্বলতার প্রকাশ ঘটিয়েছে। ক্রিকেট জগতে নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলতে হলে ওই দুই ক্ষেত্রে আরও এগিয়ে যেতে হবে। বেশি বেশি টেস্ট খেলতে হবে।  টি-টোয়েন্টির ক্ষেত্রেও নিরন্তর সক্রিয় থাকতে হবে। ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে দলের অবিস্মরণীয় সাফল্যে তাদের অভিনন্দন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর