বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২ ০০:০০ টা

ভুলে ভরা এনআইডি

সংশোধনের প্রক্রিয়া জোরদার করুন

ভুলে ভরা জাতীয় পরিচয়পত্র বা এনআইডির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বলেছেন, তাঁর মনে হয় জাতীয় পরিচয়পত্রে কোটি কোটি ভুল আছে। আ-কার,

ই-কার, ঈ-কার নিয়ে মানুষ বিপদে পড়ছে। নির্বাচন কমিশন ভুল সংশোধনের চেষ্টা করছে। তিনি নিজেও ব্যক্তিগতভাবে ৪০-৫০ জন বন্ধুবান্ধবের নাম সংশোধন করে দিয়েছেন। মঙ্গলবার বাংলাদেশ সাম্যবাদী দলের সঙ্গে আয়োজিত সংলাপে প্রধান নির্বাচন কমিশনার ওই কথা বলেন। সংলাপে দলটির সাধারণ সম্পাদক সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া তাঁর বক্তব্যে এনআইডি সংশোধনে হয়রানির বিষয়টি আনেন। সিইসি বলেন, এনআইডিতে ভুলের পরিমাণটা এত বেশি হয়ে গেছে, সংশোধনে বিলম্ব হচ্ছে। বিলম্বের পেছনে করোনাও একটা বড় কারণ। করোনার কারণে দুই বছর কার্যক্রম ব্যাহত হয়েছে। মা-বাবার নামে ভুল, অনেকে হঠাৎ করেই নাম থেকে একাংশ বাদ দিতে চাচ্ছেন, এ রকম হাজারো দাবি আসছে প্রতিদিন। জাতীয় পরিচয়পত্র বা এনআইডির ভুলের কারণে প্রতিদিন হাজার হাজার মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। নাগরিকদের নাম ও অন্যান্য তথ্য সংগ্রহের দায়িত্ব যাঁদের দেওয়া হয়েছিল তাঁরা যে তা পালনে যোগ্যতার পরিচয় দিতে পারেননি ভুলে ভরা জাতীয় পরিচয়পত্র তারই প্রমাণ। এনআইডির ভুল সংশোধনের আবেদন জানিয়েও মাসের পর মাস এমনকি বছরের পর বছর নাগরিকদের অপেক্ষা করতে হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার করোনাকালকে সংশোধনে বিলম্বের জন্য দায়ী করেছেন। স্বীকার করতেই হবে, করোনাকালে প্রতিটি বিষয়ের কাজকর্মে স্থবিরতা এসেছিল। কিন্তু নাগরিকদের স্বার্থসংশ্লিষ্ট একটি জরুরি বিষয়ে বছরের পর বছর অপেক্ষা কোনোভাবেই বাঞ্ছনীয় নয়। আমরা আশা করব, জনভোগান্তির অবসানে নির্বাচন কমিশন সক্রিয় হবে, সম্ভাব্য সবকিছু করবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর