বুধবার, ৫ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

বিজয়া দশমী

হিন্দুধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা

সনাতন বা হিন্দুধর্মাবলম্বীদের দুর্গোৎসবের বিজয়া দশমী আজ। এ বছর দুর্গার আগমন ঘটেছে মর্ত্যন্ডে পিতৃগৃহে। পাঁচ দিন পর ফিরে যাচ্ছেন কৈলাসে। দেশজুড়ে আনন্দঘন পরিবেশে শুরু হয়েছিল যে দুর্গোৎসব, দেবী বিসর্জনের মধ্য দিয়ে আজ তার ইতি ঘটছে। বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা প্রতি বছরের মতো এবারও হাজির হয়েছিল ভক্তদের মধ্যে। ষষ্ঠী তিথিতে বোধন ও অধিবাসের মধ্য দিয়ে যে আনুষ্ঠানিকতার শুরু সপ্তমী, অষ্টমী ও নবমীর পূজা-অর্চনার পর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তার সমাপ্তি হচ্ছে। করোনাকালে গত দুই বছর দুর্গাপূজায় উৎসবী পরিবেশের ব্যত্যয় ঘটেছে। মহামারির দুঃসময় বিদায় নেওয়ায় এ বছর প্রাণভরে পূজামন্ডপে উপস্থিত হয়ে প্রতিমা দেখার শখ মিটিয়েছেন ভক্তরা। দুর্গাপূজার লক্ষ্য শুভশক্তির আরাধনা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, আদ্যাশক্তি মহামায়া সৃষ্টির আদি কারণ। অশুভ শক্তির বিনাশ ও শুভশক্তির অভ্যুদয় দুর্গা আরাধনার মূল উদ্দেশ্য। যুগের বিবর্তনে দুর্গোৎসব বাঙালির লোকজ সংস্কৃতির অনুষঙ্গ হিসেবে ঠাঁই পেয়েছে। বাঙালি ঐতিহ্যগতভাবেই উৎসবপ্রিয়। ঈদ ও পূজা ঘিরে জাতীয় জীবনে যে আবেগ সৃষ্টি হয় তা এ সত্যই তুলে ধরে। এক সম্প্রদায়ের প্রতি অন্য সম্প্রদায়ের সহমর্মিতা জাতীয় ঐক্যই সুসংহত করে। প্রতি বছরের মতো এ বছরও দুর্গোৎসব উপলক্ষে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যরে পরিবেশ অনুভূত হয়েছে। বিজয়া দশমী উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বীদের অভিনন্দন জানিয়েছেন। তাঁদের সবার কণ্ঠে ঘোষিত হয়েছে, ধর্ম যার যার উৎসব সবার- এ অমিয় চেতনার অনুভূতি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রতি বছরের মতো এ বছর দুর্গাপূজা উপলক্ষে যে আন্তরিক ভূমিকা রেখেছেন তা প্রশংসার দাবিদার। বিভেদকামী শক্তি যাতে দুর্গাপূজা উপলক্ষে শান্তিশৃঙ্খলার অবনতি না ঘটাতে পারে তা নিশ্চিত করতে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা দায়িত্ব পালন করেছেন। বিজয়া দশমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আমাদের ফুলেল শুভেচ্ছা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর