মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক

পারস্পরিক কল্যাণে জোরদার হোক

ব্রুনাই দারুসসালামের সঙ্গে বাংলাদেশের মৈত্রীবন্ধন নতুন যুগে প্রবেশ করেছে সে দেশের সুলতান হাসানাল বলকিয়াহর বাংলাদেশ সফরের মাধ্যমে। তিন দিনের এ ঐতিহাসিক সফরকালে দুই দেশের মধ্যে একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক সই হয়েছে। যার মাধ্যমে দুই দেশ পারস্পরিক সহযোগিতার নতুন সোপানে উন্নীত হবে। ব্রুনাই সুলতানের বাংলাদেশ সফরকালে সম্পাদিত চুক্তি ও সমঝোতা স্মারকের মাধ্যমে দুই দেশে সরাসরি বিমান যোগাযোগ স্থাপিত হবে। বাংলাদেশে জ্বালানি গ্যাস ও পেট্রোলিয়াম পণ্য সরবরাহের সুযোগ সৃষ্টি হবে। ব্রুনাইয়ে বাংলাদেশের জনশক্তি বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি করবে। বিশ্বে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের উৎস ক্রমান্বয়ে কমছে। এ মুহূর্তে সারা বিশ্ব ভুগছে জ্বালানি সংকটে। ব্রুনাইয়ের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ হলে জ্বালানি সংগ্রহে বাংলাদেশের ক্ষেত্রের সংখ্যা বাড়বে। ব্রুনাইয়ে বাংলাদেশের ১৭ হাজার নাগরিক কর্মরত। নিষ্ঠাবান কর্মী হিসেবে তাদের সুনাম রয়েছে। ব্রুনাই জনশক্তি আমদানির ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দিলে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান হবে। বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ। ব্রুনাই আয়তনে ও জনসংখ্যায়

ক্ষুদ্র হলেও সমৃদ্ধ ধনী মুসলিম দেশ। মধ্যপ্রাচ্য, ফিলিস্তিনসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ ও ব্রুনাইয়ের দৃষ্টিভঙ্গির অভিন্নতা রয়েছে। বাংলাদেশের রয়েছে সস্তা শ্রমের সংস্থান আর ব্রুনাইয়ের রয়েছে বিনিয়োগের সক্ষমতা। বাংলাদেশে বিনিয়োগ করলে ব্রুনাই যেমন লাভবান হবে তেমন দুই দেশের মৈত্রীর বন্ধনও জোরদার হবে। আমরা আশা করব ব্রুনাইয়ের সুলতানের বাংলাদেশ সফরের মাধ্যমে দুই দেশের শীর্ষ পর্যায়ে যে জানাশোনা ও আস্থার সম্পর্ক গড়ে উঠেছে তা আরও বিকশিত হবে। দুই দেশের জনগণের কল্যাণে অবদান রাখবে এ মৈত্রীর সম্পর্ক। শুধু দুই দেশ নয়, বিশ্বশান্তি ও মানুষের কল্যাণে তার সুবাস ছড়িয়ে পড়বে এমনটিই প্রত্যাশিত।

সর্বশেষ খবর