মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

রমজানের প্রস্তুতি

এলসি খোলার নির্দেশনা ইতিবাচক

আসন্ন রোজায় নিত্যপণ্যের দাম সহনশীল রাখতে সরকার এ বছর আগেভাগে মাঠে নেমেছে। এ উদ্দেশ্যে রবিবার রোজায় ব্যবহৃত ভোজ্য তেল, ছোলা, ডাল, মটর, পিঁয়াজ, মসলা, চিনি এবং খেজুরের সরবরাহ  বৃদ্ধি ও মূল্য সহনীয় রাখতে ঋণপত্র খোলা সহজ ও নগদ মার্জিন হার কমিয়ে আনতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সার্কুলারটি সব বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, ঈদ সামনে রেখে বাজারে যাতে পণ্যের সরবরাহ বেশি এবং দাম সহনীয় থাকে সেজন্য ঋণপত্র খোলার ক্ষেত্রে নগদ মার্জিনের হার ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনতে হবে, যাতে ঋণপত্র খোলা সহজ ও ব্যয় কমে আসে। রোজায় ব্যবহৃত ভোজ্য তেল, ছোলা, ডাল, মটর, পিঁয়াজ, মসলা, চিনি এবং খেজুরের মূল্য সহনীয় রাখতে

ঋণপত্র খোলার ক্ষেত্রে নগদ মার্জিন কমিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে। মাহে রমজানের সঙ্গে দেশের ৯০ শতাংশ মানুষের ধর্মীয় স্পর্শকাতরতা রয়েছে। মাহে রমজানে নিত্যপণ্যের দাম বাড়ানো ঐতিহ্যগতভাবে অসৎ ব্যবসায়ীদের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। গত ১৪ বছর মাহে রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকার মোটামুটি সফল হয়েছে। সাধারণ নির্বাচনের নয় মাস আগে মাহে রমজানে নিত্যপণ্যের বাজার যাতে সহনশীল থাকে সে উদ্দেশ্যে আগেভাগে পণ্য আমদানিতে ঋণপত্র খুলতে উৎসাহিত করা হচ্ছে। এমন সময় রোজার মাসে ব্যবহৃত নিত্যপণ্য আমদানিতে বাংলাদেশ ব্যাংক ঋণপত্র খুলতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে উৎসাহিত করছে যখন সব ক্ষেত্রে ব্যয় সংকোচনের নীতি গ্রহণ করা হয়েছে। বৈদেশিক মুদ্রা খরচেও দেখানো হচ্ছে কার্পণ্য। মাহে রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে আগেভাগে পণ্য আমদানির উদ্যোগ কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা রোধে অবদান রাখবে বলে আশা করা যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর