শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

এইচএসসির ফলাফল

শিক্ষার মান রক্ষায় আপসহীন হতে হবে

এইচএসসি ও সমমানের পরীক্ষায় চলতি বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ৮৫.৯৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। পাসের প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে কারিগরি শিক্ষা বোর্ড। তারা ৯৭.৩২ শতাংশকে পাস করানোর কৃতিত্ব দেখিয়েছে। তারপর রয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড; যাদের ৯২.৫৬ শতাংশ পাস করেছে। পাস করানোর ক্ষেত্রে সাধারণ শিক্ষা বোর্ডগুলো আগের বছরের চেয়ে অনুদারতার পরিচয় দিয়েছে। ৯টি শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে বেশি পাসের হার কুমিল্লা শিক্ষা বোর্ডে। যারা ৯০.৭২ শতাংশ পরীক্ষার্থীকে উত্তীর্ণ ঘোষণা করেছে। সাম্প্রতিক বছরগুলোতে এসএসসি ও এইচএসসিসহ সব পাবলিক পরীক্ষায় পাসের মচ্ছব বইছে। জিপিএ-৫ প্রাপ্তিও আকাশচুম্বী হয়ে উঠছে। এটা পরীক্ষার্থী-অভিভাবক সবার প্রত্যাশার পরিপূরক হলেও সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের শিক্ষার্থীরা শিক্ষা ক্ষেত্রে কতটা এগোচ্ছে তা প্রশ্নের ঊর্ধ্বে নয়। আমাদের দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান বিশ্বপরিসরে দূরের কথা, এশিয়া, এমনকি দক্ষিণ এশিয়ার নিরিখেও বেশ পিছিয়ে। দেশে একের পর এক পাবলিক বিশ্ববিদ্যালয় গড়ে উঠলেও যে ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন পাস করেছে তাদের সিংহভাগকেই বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শরণাপন্ন হতে হবে। যারা সর্বোচ্চ সাফল্য জিপিএ-৫ পেয়েছে তাদেরই মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য দৌড়ঝাঁপ করতে হবে। তবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর গুচ্ছ পদ্ধতিতে ভর্তির প্রক্রিয়া শুরু হওয়ায় ভোগান্তি অনেকাংশে কমবে। এইচএসসি এবং সমমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে আমরা তাদের অভিনন্দন জানাই। অভিনন্দন অভিভাবকদেরও। আমাদের প্রত্যাশা, উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীরা আগের চেয়ে যত্নবান হবে। নিজেদের উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থেই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। পাশাপাশি দেশে শিক্ষিত বেকার সৃষ্টির যে শিক্ষাব্যবস্থা গড়ে উঠেছে তাতে পরিবর্তন আনার চেষ্টা চালাতে হবে। যে শিক্ষা দেশ ও জাতির কাজে লাগবে সে শিক্ষার বিস্তারে সরকারকে যত্নবান হতে হবে।  শিক্ষার মান রক্ষায় হতে হবে আপসহীন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর