বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

অজ্ঞান পার্টির দৌরাত্ম্য

ওদের আইনের আওতায় আনুন

রাজধানীতে আবারও অজ্ঞান পার্টির দৌরাত্ম্য বেড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় অজ্ঞান পার্টি নামের মানুষ শকুনদের কর্মকান্ড সাম্প্রতিক সময়ে কিছুটা কমে এলেও রোজা ও ঈদকে সামনে রেখে শুরু হয়েছে তাদের তৎপরতা। রাজধানীর প্রতিটি আন্তজেলা বাসস্ট্যান্ড, কমলাপুর রেলস্টেশন এবং সদরঘাটে অজ্ঞান পার্টির উপস্থিতি নিত্যকার ঘটনা। তারা টার্গেট করে বাস, ট্রেন বা লঞ্চযাত্রীর সঙ্গে খাতির পাতায়। একপর্যায়ে পান, পিঠা, পানীয় বা বিভিন্ন খাবার খেতে দেয় টার্গেট যাত্রীকে। তারপর যাত্রী অজ্ঞান হয়ে গেলে তার সর্বস্ব নিয়ে কেটে পড়ে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন ইকবাল হোসেন নামে ৫৫ বছর বয়স্ক এক ব্যক্তি। সোমবার তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওইদিন বেলা পৌনে ১১টায় এ ঘটনা ঘটে। ইকবাল মিরপুর-১ থেকে তানজিল পরিবহনের বাসে করে সদরঘাট যাচ্ছিলেন। ওই বাসে অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে কিছু খাইয়ে তার কাছ থেকে টাকা নিয়ে যায়। পরে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার পাকস্থলী ওয়াশ করে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেছেন, ওই ব্যক্তির কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে এ বিষয়ে কিছু জানা যায়নি। তিনি সুস্থ হলে বিস্তারিত জানা যাবে। অজ্ঞান পার্টি নামের তস্করদের হাতে সর্বস্ব হারানোর ঘটনা অহরহ ঘটে। সাম্প্রতিক সময়ে কিছুটা কমে গেলেও তাদের তৎপরতা আবারও বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে গোয়েন্দা পুলিশের তৎপরতা বাড়ানো উচিত। অজ্ঞান পার্টির সদস্যদের আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা শুধু নয়, এ অপরাধের সঙ্গে জড়িতদের  কঠিন শাস্তির আওতায় আনতে হবে। এ ধরনের অপরাধ বন্ধে কঠোর আইন প্রণয়নের কথা ভাবতে হবে।

সর্বশেষ খবর