বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ ০০:০০ টা

চিকিৎসা বিড়ম্বনা

বাজেটে বরাদ্দ বাড়াতে হবে

চিকিৎসা মানুষের অন্যতম মৌলিক অধিকার। এ অধিকার সুরক্ষায় স্বাধীনতার পর প্রতিটি সরকার সাধ্যানুযায়ী চেষ্টা করছে। তবে সাধ ও সাধ্যের বৈপরীত্যে দেশে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা এখনো সিংহভাগ মানুষের নাগালের বাইরে। দেশে দুরারোগ্য ব্যাধি কিডনি, ক্যান্সার ও হৃদরোগে আক্রান্ত রোগী প্রতিনিয়ত বাড়ছে। এই তিন রোগের চিকিৎসা ব্যয় মেটাতে উৎকণ্ঠা বাড়ছে রোগী ও স্বজনদের। দেশের প্রায় ২ কোটি মানুষ কিডনি রোগে ভুগছেন। প্রতি বছর দেড় লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন ক্যান্সারে এবং ৪০ হাজার মানুষের মৃত্যু হচ্ছে হৃদরোগে। চিকিৎসকদের মতে, ত্রুটিপূর্ণ খাদ্যাভ্যাস, ফসলে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার, খাদ্যে ভেজাল, অতিরিক্ত ওষুধ সেবন এ জন্য ডায়াবেটিস ও হাইপার টেনশনে থাকা মানুষের কিডনি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। কিডনি, ক্যান্সার, হৃদরোগের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় খরচ বহনে হিমশিম খান রোগীর স্বজনরা। ওষুধের দাম বাড়ায় চিকিৎসা ব্যয় আরও বেড়েছে। নানা ধরনের ক্যান্সারে আক্রান্ত বাড়ছে। কিন্তু দেশে আক্রান্তের সঠিক পরিসংখ্যান না থাকায় কাজে আসছে না কোনো উদ্যোগ। চিকিৎসা কেন্দ্র এবং বিশেষজ্ঞ চিকিৎসকের সংকটে ক্যান্সার চিকিৎসা ব্যাহত হচ্ছে। সংকট কাটাতে দেশের আটটি বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপনের কাজ শুরু হয়েছে। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের তথ্যমতে, সাধারণত ফুসফুস, স্তন, জরায়ুমুখ, মুখগহ্বরের ক্যান্সারে আক্রান্ত রোগী বেশি। এ ছাড়া খাদ্যনালি, পাকস্থলী, লিভার, বাকযন্ত্র, পায়ুপথ, ডিম্বাশয়, বৃহদান্ত, সারভাইকাল, লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয় মানুষ। ক্যান্সারের মতোই আরেক ভয়াবহ ঘাতক কিডনি রোগ। রোগী ও স্বজনদের সর্বস্বান্ত করে এ রোগের চিকিৎসা ব্যয়। কিডনি অকেজো হওয়ার পর ডায়ালাইসিস করে বেঁচে থাকতে রোগীদের ১২-২২ শতাংশের সম্পদ বিক্রি করতে হচ্ছে। বাংলাদেশসহ সারা বিশ্বে হৃদরোগে এক-তৃতীয়াংশ মানুষের মৃত্যু হয়। অথচ হৃদরোগের চিকিৎসার অভাবে অনেকেই প্রাণ হারাচ্ছেন। চিকিৎসা যেহেতু নাগরিকদের মৌলিক অধিকার সেহেতু দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় জাতীয় বাজেটে বরাদ্দ বাড়াতে হবে।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর