সোমবার, ৩ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

কলাগাছের সুতা দিয়ে শাড়ি

তাঁত শিল্পের বিকাশে অবদান রাখবে

কলাগাছের তন্তু থেকে বানানো সুতা দিয়ে শাড়ি তৈরি শুরু হয়েছে বাংলাদেশে। কলাগাছের তন্তু দিয়ে সুতা তৈরির বিষয়টি বেশ পুরনো এবং সে সুতা ব্যবহার হয় বিভিন্ন কাজে। দেশের বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার মধ্যে কলাগাছের তন্তু দিয়ে সুতা বানানোর প্রথা বেশ প্রচলিত। তবে সে সুতা দিয়ে শাড়ি বানানোর কৌশল এতদিন আমাদের দেশে ছিল অজানা। এই অসম্ভব কাজটি সম্ভব করেছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাঝেরগাঁত্ত গ্রামের ভানুবিল এলাকার রাধাবতী দেবী। বান্দরবান জেলা প্রশাসকের অনুরোধে প্রথম চেষ্টাতেই তিনি সফল হয়েছেন। মাত্র আট দিনে একটি শাড়ি বুনে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। এই শাড়ি বানানোর জন্য তিনি কমলগঞ্জ থেকে বান্দরবান যান বান্দরবান জেলা প্রশাসকের আগ্রহে। আগে কখনোই বাংলাদেশে কলাগাছের সুতা হতে শাড়ি তৈরি হয়েছে- এমনটি শোনা যায়নি। তবে ভারতে কলাগাছের  সুতা থেকে শাড়ি তৈরি হয়। জেলা প্রশাসকের ভাষ্য, এমনো হতে পারে এটাই দেশের প্রথম কলাগাছের বাকলের সুতা থেকে তৈরিকৃত শাড়ি। কলাগাছের সুতা থেকে শাড়ি তৈরি হওয়ায় তাঁত শিল্পে নতুন দিগন্তের উন্মোচন হয়েছে। এখন বাণিজ্যিক ব্যবহারে গবেষণা ও পৃষ্ঠপোষকতা প্রয়োজন। এই সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি পিছিয়ে পড়া বান্দরবান জেলায়  কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। শুধু বান্দরবান নয়, কলাগাছের তন্তু থেকে উদ্ভূত সুতা দিয়ে শাড়ি ও অন্যান্য কাপড় বানানো তিন পার্বত্য জেলা এবং সিলেট এলাকার বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়বে বলে আশা করা যায়।  কারণ এসব এলাকায় কলাগাছের সংখ্যা প্রচুর। কলা ফলানোর পর গাছ এমনিতেই কেটে ফেলা হয়। সেহেতু তা সংগ্রহ করা খুব একটা কঠিন নয়। বান্দরবান জেলা প্রশাসন কলাগাছের তন্তু দিয়ে শাড়ি বানানোর কৌশল রপ্ত করতে রাধাবতী দেবীকে দিয়ে স্থানীয় মহিলাদের প্রশিক্ষণ দিয়েছেন। আশা করা হচ্ছে, এ প্রশিক্ষণ তাদের কর্মসংস্থানে অবদান রাখবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর