শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

নির্বিঘ্ন ঈদযাত্রা

সবার জন্য শুভকামনা

নজিরবিহীন দাবদাহের মধ্যেও এ বছর রেকর্ড সংখ্যক মানুষ স্বজনদের সঙ্গে ঈদ করতে ঢাকা ছেড়েছেন। যানজটের মেগাসিটি তার স্বাভাবিক বৈশিষ্ট্য হারিয়েছে লাখ লাখ মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায়। এ বছর ঈদের সরকারি ছুটি ৫ দিন। ৩০ রোজা হলে তা ৬ দিনে উন্নীত হবে। ফলে সরকারি কর্মচারী-কর্মকর্তাদের জন্য এবারের ঈদ এসেছে বাড়তি আনন্দ নিয়ে। ফলে তাদের একটা বড় অংশ স্বজনদের সঙ্গে ঈদ কাটাতে ঢাকা ছেড়েছেন। নাড়ির টানে ঘরমুখো মানুষের ঈদযাত্রায় রাজধানী এখন একেবারেই ফাঁকা। বাস, ট্রেন, লঞ্চ ও আকাশপথে বাড়ি ফিরছে মানুষ। গাবতলী, মহাখালী ও যাত্রাবাড়ীতে গত দুই দিন যাত্রীর চাপ থাকলেও যানজট বা ভোগান্তির চিত্র নেই। ঈদে বাড়ি ফেরা উপলক্ষে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। তবে কোথাও যানজটের খবর পাওয়া যায়নি। স্বাভাবিক গতিতেই চলেছে যানবাহন। মহাসড়কে দূরপাল্লার বাসের পাশাপাশি বেড়েছে ব্যক্তিগত গাড়ির চলাচল। সড়কে বিপুলসংখ্যক মোটরসাইকেল ও প্রাইভেট কার চলতে দেখা গেছে। রাজধানী থেকে ট্রেনগুলোও সময়মতো ছাড়ছে। নেই চিরচেনা ভিড়। স্ট্যান্ডিং টিকিটও ছিল সীমিত। কিছু ট্রেন বিলম্বে ছাড়লেও বেশির ভাগ ট্রেন সময়মতো ঢাকা ছেড়ে গেছে। তবে ট্রেনগুলোয় বাড়তি যাত্রী দেখা গেছে। প্রতি বছর ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঈদযাত্রায় গাড়ির দীর্ঘ যানজট থাকলেও এবার তেমন চিত্র নেই। স্বস্তির মধ্য দিয়েই ঈদে ঘরমুখো মানুষ বাড়ি ফিরেছে। ব্যক্তিগত যানবাহন, মোটরসাইকেল, বাস ও ট্রেনে যে যেভাবে পেরেছে ছুটে গেছে স্বজনদের কাছে। এবার ঈদে নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করেছে সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায়। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পদ্মা সেতুর আগে ঈদযাত্রায় ভোগান্তির সম্মুখীন হওয়া নিয়তির লিখন বলে বিবেচিত হতো। এবার ওই এলাকার মানুষের ঈদযাত্রা ছিল সবচেয়ে নির্বিঘ্ন।  ঈদে লাখ লাখ মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায় ঢাকা শহর ফাঁকা হয়ে পড়েছে। রাজধানীর নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। সবাই ভালোভাবে ঈদ পালন করে কর্মস্থলে ফিরে আসুন এ কামনা আমাদের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর