সোমবার, ১ মে, ২০২৩ ০০:০০ টা

সুদানে হানাহানি

বাংলাদেশিদের ফেরত আনা সঠিক সিদ্ধান্ত

হাজার হাজার বছর আগে মানব সভ্যতার বিকাশ হয়েছিল যেসব জনপদে নীল নদের দেশ সুদান তার মধ্যে অন্যতম। সম্পদে ভরপুর সুদান সেনাপতি শাসনের কবলে পড়ে সভ্যতার ঐতিহ্য ভুলে ক্রমান্বয়ে পতিত হচ্ছে অসভ্যতার অন্ধকারাচ্ছন্ন গহ্বরে। সামরিক জান্তার অপশাসনে ইতোমধ্যে তেলসমৃদ্ধ দক্ষিণ সুদান স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। তারপরও সেনাপতিদের ক্ষমতালিপ্সার অবসান ঘটেনি। দেশের মালিক মোক্তার জনগণের বদলে চক্রবক্র ভূতেরা বছরের পর বছর ধরে নিয়ন্ত্রণ করছে শাসনক্ষমতা। দেশের নিরাপত্তা ও অখন্ডতার জন্য জনগণের ট্যাক্সের টাকায় সেনাবাহিনী পোষা হলেও তারা সাধারণ মানুষের নিরাপত্তাহানির অপরাধে হাত পাকাচ্ছে। সুদানি সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর দুই জেনারেলের অর্বাচীন ক্ষমতার লড়াইয়ে সে দেশের মানুষই শুধু নয়, হাজার হাজার বিদেশির জানমালের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। যাদের মধ্যে দেড় হাজারের বেশি বাংলাদেশিও আছেন। আশার কথা, বাংলাদেশিদের মধ্যে যারা দেশে ফিরে আসতে চান তাদের ফেরত আনার উদ্যোগ নিয়েছে সরকার। সুদানে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ইতোমধ্যে খার্তুম এবং এর আশপাশের শহর থেকে বাংলাদেশিদের ৮৫০ কিলোমিটার দূরের পোর্ট সুদানে পরিবহনের জন্য ৯টি বাসের ব্যবস্থা করেছেন। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা থেকে একটি টিম দূতাবাসকে সহায়তার জন্য রবিবার সুদানে পৌঁছেছে।  বাংলাদেশিদের পোর্ট সুদান থেকে পোর্ট জেদ্দায় পরিবহনের জন্য সৌদি সরকার বিনামূল্যে সৌদি নৌবাহিনীর জাহাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ২ মের মধ্যে সব বাংলাদেশিকে পোর্ট সুদানে এবং ৩ অথবা ৪ মের মধ্যে জেদ্দায় নিয়ে আসা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। সুদানে আটকে পড়া বাংলাদেশিদের স্বদেশ প্রত্যাবর্তনে সরকার ও সুদানে বাংলাদেশি দূতাবাসের তৎপর ভূমিকা প্রশংসার দাবিদার। এ ক্ষেত্রে সৌদির সহযোগিতা বন্ধুত্বের সম্পর্ক দৃঢ়করণে অবদান রাখবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর