বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ ০০:০০ টা

মেগা বাজেট

বাস্তবায়নে সক্ষমতা দেখাতে হবে

সাধারণ নির্বাচনের ছয় মাস আগে আজ জাতীয় সংসদে জাতির উদ্দেশে পেশ করা হচ্ছে ২০২৩-২৪ অর্থবছরের মেগা বাজেট। বিশ্ব অর্থনৈতিক মন্দা যখন দুনিয়ার সিংহভাগ দেশের মতো বাংলাদেশের ঘাড়েও বিষনিঃশ্বাস ফেলছে তখন অর্থমন্ত্রী ৭ লাখ ৬২ হাজার কোটিরও বেশি টাকার বাজেট পেশের দুঃসাহস দেখাচ্ছেন নির্বাচনের কথা ভেবে। এটি যেমন দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট তেমন সবচেয়ে ঘাটতি বাজেটও। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র ছয় মাস পরই জাতীয় সংসদ নির্বাচন। বহুমুখী চাপের মুখে এ নির্বাচন সামনে রেখে জনগণকে সামান্য হলেও স্বস্তি দিতে চায় সরকার। এ জন্য সামাজিক নিরাপত্তাসহ বহুরকম নির্বাচনী কর্মসূচি থাকছে বাজেটে। ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের সম্ভাব্য ঘাটতি ধরা হতে পারে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হতে পারে ৪ লাখ ৩৫ হাজার কোটি টাকার। বিশাল আকারের রাজস্ব আদায়ে বাড়াতে হবে করের আওতা। এ জন্য নিম্ন আয়ের মানুষকেও করের আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে। সরকারের একাধিক মন্ত্রী ইতোমধ্যে বলেছেন, জাতীয় পরিচয়পত্র থাকলেই আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক করা হতে পারে। তবে বিশ্লেষকরা এমন সিদ্ধান্তকে অযৌক্তিক মনে করছেন। এমন না করে বরং করযোগ্য মানুষকে করের আওতায় আনার সুষ্ঠু পরিকল্পনা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। আমাদের দেশের বাস্তবতায় জাতীয় পরিচয়পত্র থাকলেই আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক হলে তা কল্যাণের বদলে জাতীয় বিপর্যয়ের সূচনা করবে। দেশের সিংহভাগ মানুষকে প্রকারান্তরে বিক্ষুব্ধ করা হবে। তার বদলে করদানে যোগ্য সব মানুষকে করের আওতায় আনতে হবে। সেটি করা সম্ভব হলে কর দাতার সংখ্যা অন্তত দ্বিগুণ হবে। অর্থমন্ত্রী আজ যে বাজেট পেশ করতে যাচ্ছেন তার আয়তন চলতি বছরের সংশোধিত বাজেটের চেয়ে ১ লাখ ১ হাজার কোটি টাকারও বেশি। আমরা আশা করব মেগা বাজেট প্রণয়ন শুধু নয়, বাস্তবায়নের ক্ষেত্রেও সরকার সক্ষমতা দেখাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর