রবিবার, ১১ জুন, ২০২৩ ০০:০০ টা

ধান চাল সংগ্রহ

কৃষকের অনীহা তদন্ত করুন

দেশে এ বছর রেকর্ড পরিমাণ বোরো ধান উৎপাদিত হলেও সরকারের ধান-চাল সংগ্রহনীতি সফল হবে কি না এ নিয়ে সংশয় দেখা দিয়েছে। বিশেষ করে দেশের প্রধান ধান উৎপাদনকারী এলাকা উত্তরাঞ্চলে ধান-চাল সংগ্রহ অভিযান আর কখনো এমন ব্যর্থ হতে দেখা যায়নি। উত্তরাঞ্চলের রংপুর বিভাগে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে ৭ মে। চলবে ৩১ আগস্ট পর্যন্ত। এর মধ্যে কেটে গেছে এক মাস। এ সময়ে রংপুর জেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা শূন্য। অর্থাৎ রংপুরে জেলা খাদ্য অফিস এক ছটাক ধানও কিনতে পারেনি। বিভাগের অন্যান্য জেলায় কিছু সংগ্রহ হলেও রংপুরে এখনো খাতাই খোলা হয়নি। তবে চাল সংগ্রহ হয়েছে লক্ষ্যমাত্রার ২৬ শতাংশ। ফলে আমন মৌসুমের মতো এবার বোরো ধান সংগ্রহ অভিযান ব্যর্থ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ধান-চাল সরকার নির্ধারিত দামের তুলনায় বাজারে বেশি হওয়ায় ব্যবসায়ীরা সরকারি মূল্যে চাল সরবরাহ করতে আগ্রহ হারাচ্ছেন। রংপুর বিভাগের আট জেলায় এবার ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬৫ হাজার ৯৮৪ মেট্রিক টন। এক মাসে সংগ্রহ হয়েছে ৯ হাজার ৭২২ মেট্রিক টন। এর মধ্যে গাইবান্ধায় লক্ষ্যমাত্রার ৫, কুড়িগ্রামে ৮, লালমনিরহাটে ১৯, ঠাকুরগাঁওয়ে ২২, দিনাজপুরে ২৬, পঞ্চগড়ে ২৮ ও নীলফামারীতে ৩৬ শতাংশ সংগ্রহ করা সম্ভব হয়েছে। গড়ে এ পর্যন্ত সংগ্রহ করা হয়েছে ১৫ শতাংশ ধান। অন্যদিকে চালের গড় সংগ্রহ ৩২ শতাংশ। সোজা কথায়, ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা কোনোভাবেই পূরণ হওয়ার সম্ভাবনা নেই। ফলে আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় সরকারকে চাল আমদানির ওপর নির্ভরশীল হতে হবে। যে বিষয়টি মনে রেখে এখনই প্রস্তুতি নেওয়া দরকার। লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার পেছনে খাদ্য কর্মকর্তাদের দুর্নীতি জড়িত কি না তা তদন্ত করে দেখা উচিত। বিশেষ করে কৃষক কেন সরকারি গুদামে ধান দিতে অনাগ্রহী, তা তদন্তের দাবি রাখে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর