বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩ ০০:০০ টা

বেড়েছে গড় আয়ু

শিশু মৃত্যুর হার বৃদ্ধি উদ্বেগজনক

বাংলাদেশের মানুষের গড় আয়ু ২০২২ সালের নিরিখে আগের বছরের চেয়ে বেড়েছে। ২০২১ সালে মানুষের গড় আয়ু যেখানে ছিল ৭২.৩ বছর, সেখানে ২০২২ সালে তা ৭২.৪-এ পৌঁছেছে। দেশে বর্তমানে পুরুষের চেয়ে নারীর গড় আয়ু বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস-এর প্রতিবেদনে বলা হয়েছে, দেশে নারীদের গড় আয়ু এখন ২০২২ সালের নিরিখে ৭৪.২ বছর। আগের বছর তা ছিল ৭৪.১ বছর। গড় আয়ু অতি সামান্য বাড়লেও প্রতিবেদন অনুযায়ী শিশুমৃত্যুর হার বাড়ছে। বিবিএসের প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০২২ সালে শিশু মৃত্যুহার প্রতি হাজারে ছিল ৩১ জন। এর আগে ২০২১ সালে ছিল ২৮, ২০২০ সালে ২৮, ২০১৯ সালে ২৮ এবং ২০১৮ সালে এই হার ছিল ২৯ জন।

২০২২ সালে এক থেকে চার বছর বয়সী ছেলে শিশুর মধ্যে প্রতি হাজারে ৩১ জনের মৃত্যু হয়েছে, যা ২০১৮ সালে ছিল ৩১ জন। ২০২২ সালে প্রতি হাজারে মেয়েশিশুর মৃত্যু ২৯ জন, যা ২০১৮ সালে ছিল ৩১ জন। প্রতিবেদন অনুযায়ী, পাঁচ বছরের কম বয়সী শিশুর মৃত্যুহার শহরের তুলনায় গ্রামে বেশি। ২০২২ সালে শহরে যেখানে প্রতি হাজারে ২৯ শিশুর মৃত্যু হয়েছে, সেখানে গ্রামে মৃত্যু ৩২ শিশুর। তবে কমেছে মাতৃ মৃত্যুহার। ২০২২ সালে জীবিত জন্ম নেওয়া শিশুর বিপরীতে প্রতি লাখে মাতৃমৃত্যু ছিল ১৫৬ জন, যা ২০২১ সালে ছিল ১৬৮ জন। জরিপের তথ্যানুযায়ী, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে জনসংখ্যার হার কিছুটা বেড়েছে। এটি করোনাভাইরাসের কারণেও হতে পারে বলে অনুমান করা হচ্ছে, যা ভাবার বিষয়। বাংলাদেশ শিশুমৃত্যু রোধে গত ৫২ বছরে বেশ সাফল্য দেখিয়েছে। সে প্রেক্ষাপটে যত কমই হোক শিশুমৃত্যুর হার বৃদ্ধি পাওয়া একটি অনভিপ্রেত বিষয়। বাল্যবিয়ে বন্ধের ক্ষেত্রে দেশে কোনো অগ্রগতি নেই। সমাজদেহে বখাটেদের উৎপাত বেড়ে যাওয়ায় অভিভাবকদের অনেকে অল্প বয়সেই তাদের কন্যাদের বিয়ে দিতে বাধ্য হন। এ ভয়ংকর পরিস্থিতি বদলাতে সরকার এবং সব সামাজিক কাঠামোকে সক্রিয় হতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর