বুধবার, ৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সদকায়ে জারিয়ার নেকি মৃত্যু ব্যক্তির জন্য কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকে

মুফতি রুহুল আমিন কাসেমী

সদকায়ে জারিয়ার নেকি মৃত্যু ব্যক্তির জন্য কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকে

মহান রাব্বুল আলামিন মানব জাতিকে অত্যন্ত মায়া-মমতা ও ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন, দান করেছেন সৃষ্টির সেরা মাখলুকাতের সর্বোচ্চ সম্মান। তিনি সৃষ্টি করেছেন মানব জাতিকে তাঁর ইবাদতের জন্য, স্রষ্টার বড়ত্ব, মহিমা ও গুণকীর্তন করার জন্য। আর মানব জাতির সব প্রয়োজন পূরণের দায়িত্ব গ্রহণ করেছেন স্বয়ং আল্লাহ। তিনি বান্দার সব ইবাদতের বিনিময়, সন্তুষ্টি ও পুরস্কার ঘোষণা করেছেন। এই পৃথিবী হলো মানব জাতির আখেরাতের সব সুখ-শান্তি, ইজ্জত-সম্মান কামাই করার স্থান। মহান আল্লাহতায়ালা প্রতিটি মানব জাতিকে মৃত্যু পর্যন্ত সেই সুবর্ণ সুযোগটুকু দিয়েছেন। মৃত্যুর পর সব আমল বন্ধ হয়ে যাবে, হাজার বছর আফসোস করেও আর কোনো সুফল বয়ে আনবে না। পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, এই নশ্বর পৃথিবী ছেড়ে একদিন সবাইকে চিরস্থায়ী গন্তব্যের দিকে যেতে হবে। প্রকৃত জ্ঞানী ব্যক্তি তারাই, যারা ক্ষণস্থায়ী দুনিয়ার মহামূল্যবান হায়াতে জিন্দিগির বিনিময়ে, নেয়ামতে ভরপুর আখেরাতের চিরস্থায়ী সুখ ও শান্তিময় জান্নাতের জীবন অর্জন করে। কেননা মৃত্যুর পর মানুষের একমাত্র আমলই তার সঙ্গী হবে। অপরাপর সবাই তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কেয়ামতের দিন কঠিন সময়ে তারাই মুক্তি ও সফলকাম হবেন যাদের সৎ আমলের পাল্লা ভারী হবে। আর মৃত্যুর পরেও সৎ আমলের পাল্লা ভারী হতে পারে একমাত্র ‘সদকায়ে জারিয়ার’ মাধ্যমে। বিশ্বনবী মানবতার কান্ডারি মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ মৃত্যুবরণ করার পর তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে শুধু তিনটি আমলের নেকি চালু থাকে। (যা কবরে মৃত ব্যক্তির আমলনামায় সংযোজন হতে থাকে) ১. সদকায়ে জারিয়া ২. মৃত ব্যক্তি কর্তৃক রেখে যাওয়া এলেম, যার দ্বারা মানুষ উপকৃত হয়, ৩. সুসন্তান, যে পিতা-মাতার জন্য দোয়া করে। (মুসলিম শরিফ) সদকায়ে জারিয়ার অর্থদানের প্রবহমান নেকি, অর্থাৎ এমন দান, যার কার্যকারিতা কখনো শেষ হবে না এবং তা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। বিধায় প্রত্যেক মুসলমানের উচিত সদকায়ে জারিয়ার আমলের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখা। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, একজন মুমিন ব্যক্তির মৃত্যুর পর তার আমলনামায় যা থেকে নেকি যোগ হবে, তা হলো যদি সে শিক্ষা অর্জনের পর তা অপরকে শিক্ষা দেয় ও প্রচার করে, অথবা সৎ সন্তান রেখে যায়, যারা ভালো কাজ করে। ধর্মীয় ও মানব কল্যাণজনক লিখিত বই রেখে যায়। মসজিদ, মাদরাসা ও মুসাফিরের জন্য সরাইখানা নির্মাণ করে। অথবা নদী খনন করে দেয়, অথবা জীবন ও স্বাস্থ্যের জন্য উপকারী, তার সম্পদ থেকে দান করে দেয়। (সুনানে ইবনে মাজাহ) মহান রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহতায়ালা বান্দার জান ও মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। অতএব, যারা নিজের জান ও মাল আল্লাহপাকের সন্তুষ্টির লক্ষ্যে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেবে, তারা নিঃসন্দেহে জান্নাতের মালিক হবে। সুতরাং নিজের কষ্টের অর্জন করা সম্পদ পৃথিবীতে ফেলে যাওয়া বোকামি ছাড়া আর কিছুই নয়। কেননা প্রতিটি বান্দা, নিজে যা খেল ও আখেরাতের জন্য জমা করল, মূলত তাই তার সম্পদ। আর যা দুনিয়াতে রেখে গেল, তা অপরের সম্পদ। সুতরাং জ্ঞানী ব্যক্তি তারাই, যারা আখিরাতের জন্য চিন্তা করে ও সম্পদ ব্যয় করে। সদকায়ে জারিয়া, একটি প্রবহমান নদীর মতো, যার পানি কখনো শেষ হয় না। যেমন মসজিদ নির্মাণ করা, আল্লাহতায়ালা মসজিদ নির্মাণকারীর জন্য জান্নাত নির্মাণ করে দেন এবং কিয়ামত পর্যন্ত যত লাখো-কোটি মুসল্লি এতে নামাজ আদায় করবে, কোরআন তেলাওয়াত জিকির-আসকার ধর্মীয় ওয়াজ নসিহতসহ যত ধরনের নেকির কাজ এতে সংঘটিত হবে, সবার কবুল নামাজ, তেলাওয়াত ও যাবতীয় আমলের সওয়াব এই দানকারী ব্যক্তি মৃত্যুর পরও প্রাপ্ত হতে থাকবেন। এমনিভাবে এতিমখানা, মাদরাসা নির্মাণ করে যাওয়া বা তাতে অংশগ্রহণ করা- কেয়ামত পর্যন্ত যত লাখো-কোটি ছাত্র এখানে কোরআন শিক্ষা করবে, এলমে দীন হাসিল করবে এবং তারা যত আমল করবে এবং তারা বড় হয়ে আরও যত ছাত্রকে পড়াবে এবং যত মানুষকে আমলের জন্য উদ্বুদ্ধ করবে, সমস্ত আমলের নেকি আল্লাহপাক তার কবরে আমলনামায় পৌঁছে দেবেন। এমনিভাবে রাস্তাঘাট, পুল-কালভার্ট ও হাসপাতাল নির্মাণ করে যাওয়া, এর দ্বারা যত মানুষ উপকৃত হবে কেয়ামত পর্যন্ত সবার নেকি এই দাতা প্রাপ্ত হবেন। কোনো এতিম, গরিব, অসহায় ছাত্রকে এলমে দীন শিক্ষা করতে সহযোগিতা করে যাওয়া, মানুষকে সৎকাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করে যাওয়া, বিপদগ্রস্ত, অভাবগ্রস্তকে মানবতার কল্যাণে সহযোগিতা করে যাওয়া। ক্ষুধার্ত, বস্ত্রহীন মানুষকে সাহায্য করা। করোনা মহামারির মতো ভয়াবহ বিপর্যয়ে মানবতার কল্যাণে কাজ করে যাওয়া। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা, ঝড়-তুফান ও ভূমিকম্পের মতো দুর্যোগে মানুষকে সাহায্য করা। এমনিভাবে ছায়াদান ফলদার বৃক্ষরোপণ করে যাওয়া, যার দ্বারা মানুষ উপকৃত হয়। সর্বোপরি মানুষের ন্যায়বিচার নিশ্চিত করে, খাদ্য, বস্ত্র, বাসস্থান ও নিরাপত্তার ব্যবস্থা করে দেওয়া। অর্থাৎ এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, তার মৃত্যুর পর যখন মানুষ তার দ্বারা উপকৃত হবে এবং দোয়া করবে, তার সব কিছুই নেক আমল হিসেবে কেয়ামত পর্যন্ত তার আমলনামায় সংযোজিত হবে। আল্লাহতায়ালা আমাদের সেভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন।

লেখক : ইমাম ও খতিব কাওলারবাজার জামে মসজিদ, দক্ষিণখান, ঢাকা

সর্বশেষ খবর