বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ডেঙ্গুর আগ্রাসন

মশা নিধন জোরদার করুন

ডেঙ্গু ভয়াবহ থাবা বিস্তার করছে রাজধানীতে। ছড়িয়ে পড়ছে সারা দেশে। রাজধানীর প্রায় প্রতিটি এলাকাই এখন ডেঙ্গুর ভাইরাসবাহী এডিস মশার প্রজনন ক্ষেত্র। এ ক্ষেত্রে এগিয়ে গুলশান, বনানী, ধানমন্ডির মতো অভিজাত এলাকাও। হাসপাতালগুলোতে প্রতিদিনই ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগী। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৫৫টি ওয়ার্ড এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর উচ্চ ঝুঁঁকিতে রয়েছে বলে স্বাস্থ্য অধিদফতরের এক জরিপে উঠে এসেছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটির ২৮টি এবং উত্তর সিটির ২৭টি ওয়ার্ড রয়েছে। ডিএনসিসি এলাকায় ৫৪টি এবং ডিএসসিসি এলাকায় ৭৫টি ওয়ার্ড মিলিয়ে ঢাকায় মোট ওয়ার্ড ১১৯টি। ঢাকার দুই সিটি করপোরেশনের ৯৮টি ওয়ার্ডে এ জরিপ করা হয়। ডিএনসিসির ৪০টি এবং ডিএসসিসির ৫৮টি ওয়ার্ডে গেছেন জরিপকারীরা। এসব ওয়ার্ডের ৪ হাজার ১৪৯টি বাড়ি পরিদর্শন করে ৫৪৯টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। ডিএনসিসির ২৭২ এবং ডিএসসিসির ২৭৮টি বাড়িতে মিলেছে এডিস মশার লার্ভা। মিরপুর, পল্লবী, মাজার রোড, পীরেরবাগ, মনিপুর, শ্যাওড়াপাড়া, কাফরুল, ইব্রাহিমপুর, খিলক্ষেত, কুড়িল, জোয়ারসাহারা, বনানী, গুলশান, বারিধারা, মহাখালী, রামপুরা, খিলগাঁও, মালিবাগ, কারওয়ানবাজার, তেজতুরীবাজার, আগারগাঁও, মোহাম্মদপুর, বায়তুল আমান, মগবাজার, ইস্কাটন, বাড্ডায়ও এডিস মশার উপস্থিতি ধরা পড়েছে ওই জরিপে। বর্তমানে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা হলো ১ হাজার ৬৬৯ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৮৭১ জন। তাদের মধ্যে রাজধানীতে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ৮৪ জন। আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৮৭ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ৬১ জন। এর ফলে সারা দেশেই দেখা দিয়েছে ডেঙ্গু আতঙ্ক। ভয়াবহ এই ভাইরাস মানুষের জীবন নিয়ে যে ছিনিমিনি খেলছে তা বন্ধে মশা নিধনের বিকল্প নেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর