সোমবার, ১০ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ইউক্রেন যুদ্ধ

পারমাণবিক যুদ্ধের আশঙ্কা বাড়াচ্ছে

ইউক্রেন যুদ্ধ বিশ্বশান্তির জন্য অশনিসংকেত বলে বিবেচিত হচ্ছে। দ্বিতীয় মহাযুদ্ধের পর বিশ্ব আর কখনো এমন হুমকির মুখে পড়েনি। কান্ডজ্ঞানহীন এ যুদ্ধ পারমাণবিক যুদ্ধের সূচনা করতে পারে এমন আশঙ্কাও সৃষ্টি হয়েছে। ইউক্রেনে রুশ বাহিনীর বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত হাজার হাজার বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। ইউক্রেনে রাশিয়ার হামলায় বেসামরিক হতাহতের ঘটনার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। ৫০০ দিনের বেশি সময় ধরে ইউক্রেনে সংঘাত চলছে। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া। ইউক্রেনে জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশন জানিয়েছে, রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫০০ শিশুসহ ৯ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে জাতিসংঘের প্রতিনিধিরা এর আগে বলেছেন, নিহতের প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে। জাতিসংঘ পর্যবেক্ষক মিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ২০২২ সালে যুদ্ধ শুরুর পর চলতি বছরের প্রথম কয়েক মাসে হতাহতের সংখ্যা কিছুটা কম থাকলেও মে ও জুনে আবারও বেড়েছে। ২৭ জুন চার শিশুসহ ১৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পূর্ব ইউক্রেনের ক্রামাতোরৎস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন তারা। গত শুক্রবার পশ্চিমাঞ্চলীয় লাভিভ শহরে একটি ভবনের ধ্বংসাবশেষ থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বজুড়ে বেড়ে গেছে খাদ্য ও জ্বালানি তেলের দাম। এর ফলে কয়েক শ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যুদ্ধের আগে যেসব দেশের অর্থনীতি ছিল চাঙা সেসব দেশও এখন মহামন্দার শিকার। গত এক বছরে বাংলাদেশে টাকার দাম কমেছে ২৫ শতাংশ। মূল্যস্ফীতি রেকর্ড ছুঁতে চলেছে। যুদ্ধে কোনো পক্ষে না থাকা সত্ত্বেও বাংলাদেশকেও কান্ডজ্ঞানহীন যুদ্ধের খেসারত দিতে হচ্ছে। বৃহৎ শক্তিগুলো যুদ্ধ বন্ধের বদলে প্রক্সি যুদ্ধের মাধ্যমে সংঘাতকে দীর্ঘস্থায়ী করছে। যা মানব জাতির ভবিষ্যৎকে অন্ধকারাচ্ছন্ন করে তুলছে। বিশেষত এ যুদ্ধ পারমাণবিক যুদ্ধের রূপ নিলে মানব জাতির সর্বনাশই শুধু নিশ্চিত করবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর