সোমবার, ১৭ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সৌদিতে অগ্নিকান্ড

রেমিট্যান্স যোদ্ধাদের মৃত্যুতে শোকাহত আমরা

সৌদি আরবের এক কারখানায় অগ্নিকান্ডে ১০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৯ জনই বাংলাদেশি। জীবিকার জন্য যারা বিদেশবিভুঁইয়ে গিয়েছিলেন পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাতে, তাদের ৯টি পরিবার এখন স্বজন হারানোর কান্নায় ধুঁকছে। শুক্রবার বিকাল ৪টার দিকে রাজধানী রিয়াদ থেকে ৩৫০ কিলোমিটার দূরে আল আহসা শহরের হুফুফ ইন্ডাস্ট্রিয়াল সিটি এলাকার একটি সোফা কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় ওই বাংলাদেশিরা মর্মান্তিকভাবে প্রাণ হারান। অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন দুজন। ভারতীয় নাগরিকের পরিচালনাধীন সোফা কারখানাটিতে ১৪ জন বাংলাদেশি কর্মী কাজ করতেন। শুক্রবার জুমার নামাজ শেষে খাওয়া-দাওয়া করে কারখানার ওপরের আবাসনে কর্মীরা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ নিচ থেকে আগুন আগুন চিৎকার শুনে তারা দুজন দ্রুত সিঁড়ি দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন। চারদিকে কালো ধোঁয়ায় প্রবেশপথ অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়। দুজন বাংলাদেশি বেরিয়ে আসতে পারলেও বাকিরা ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যান। ওই সময় তিনজন কর্মী কারখানার বাইরে থাকায় তাদের কোনো সমস্যা হয়নি। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ৯ বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। পরিবারের ইচ্ছা অনুযায়ী লাশ বাংলাদেশে পাঠানো বা স্থানীয়ভাবে দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা এবং আহতদের সুচিকিৎসার উদ্যোগ নিয়েছেন। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আয় বাংলাদেশের অর্থনীতির প্রাণভোমরা। বিশ্বমন্দা, মহামারির মতো ভয়াবহ বিপদেও দেশের অর্থনীতিতে প্রাণসঞ্চারিত করছে তাদের পাঠানো রেমিট্যান্স। স্বভাবতই অগ্নিকান্ডে অসহায়ভাবে ৯ জন রেমিট্যান্স সৈনিকের অকালমৃত্যু শুধু তাদের পরিবার বা স্বজনদের জন্য নয়, জাতির জন্য এক বড় ক্ষতি। আমরা আশা করব সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস হতাহত বাংলাদেশিদের জন্য করণীয় সবকিছুই পালন করবে। নিহতদের লাশ স্বদেশে পাঠানো এবং তাদের পরিবার যাতে উপযুক্ত ক্ষতিপূরণ পায় সে বিষয়টি নিশ্চিত করা হবে। আহতদের চিকিৎসা এবং ক্ষতিপূরণ আদায়ের বিষয়টিও প্রাসঙ্গিক। সৌদিতে অগ্নিকান্ডে নিহতদের পরিবারের জন্য গভীর শোক ও সমবেদনা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর