মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

টি-২০ সিরিজ জয়

টাইগারদের অভিনন্দন

ক্রিকেটের সব ঘরানায় আফগানিস্তান অপেক্ষাকৃত নতুন দল। আভিজাত্যের তকমা নেই তাদের শিরস্ত্রাণে। তবে আফগানরা শুরু থেকেই বিশ্ব ক্রিকেটে সমীহ অর্জন করেছে। বাংলাদেশ টি-২০তে অভিজাত সব দলের বিরুদ্ধে সিরিজ জয় করলেও ক্রিকেটের পুঁচকে বালক আফগানিস্তানের বিরুদ্ধে জয় ছিল অধরা। টাইগাররা রবিবার অবশেষে সে সাফল্য দেখিয়েছে। দুই ম্যাচের টি-২০ সিরিজের শেষ খেলায় আফগান দলকে ৬ উইকেটে হারিয়ে জয় করেছে সিরিজ। তবে সিরিজের দুটি খেলাতেই জয় এসেছে শেষ ওভারে। প্রথমটিতে শেষ ওভারে বাংলাদেশের তিন ব্যাটসম্যানকে আউট করে হ্যাটট্রিকের কৃতিত্ব অর্জন করেছিল আফগানিস্তান। বাংলাদেশের ক্রিকেটার ও সমর্থকদের বুক কাঁপিয়ে দিতে সক্ষম হয়েছিল আফগানরা। তবে তাদের শেষরক্ষা হয়নি। রবিবার খাতা-কলমে ৬ উইকেটে জিতলেও শেষ ওভার পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় ছিল কাবলিওয়ালারা। প্রথম ম্যাচের শেষ ওভারে হ্যাটট্রিক করে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন করিম জানাত। রবিবার বৃষ্টি¯œাত ম্যাচটি জিততে সে তুলনায় ঘাম ঝরাতে হয়নি টাইগারদের। শেষ ওভারে জয়ের জন্য ৬ বলে দরকার ছিল ৪ রান। অভিষিক্ত ওফাদার মোমান্তের ওভারের প্রথম বলেই বাউন্ডারি মেরে জয় নিশ্চিত করেন শামীম। বৃষ্টিভেজা আবহাওয়ায় রবিবার টস জিতে ফিল্ডিং নেন টাইগার অধিনায়ক। আফগানরা ৭.২ ওভারে ২ উইকেটে ৩৯ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। পরে খেলা নির্ধারিত হয় ১৭ ওভারে। তাসকিনের সঙ্গে অধিনায়ক সাকিব ও মুস্তাফিজুর রহমানের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৭ ওভারে ৭ উইকেটে ১১৬ রান করে আফগানিস্তান। ডিএল মেথডে বাংলাদেশকে টার্গেট দেওয়া হয় ১১৯ রান। ৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় টাইগাররা। দুই ওপেনার লিটন ও আফিফ ৫ ওভারের পাওয়ার প্লেতে ৫০ রান যোগ করে জয়ের ভিত গড়ে দেন। লিটন ৩৬ বলে ৩৫ রান এবং আফিফ ২০ বলে ২৪ রান করেন। তৌহিদ ১৭ বলে ১৯ রান করেন। ম্যাচসেরা সাকিব অপরাজিত ছিলেন ১৮ রানে। বোলিংয়ে ২ উইকেট নেন ১৫ রানের খরচে। প্রবীণদের পাশাপাশি তরুণদের নিয়ে গড়া টি-২০ দল আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ জয় করে নিজেদের যোগ্যতার পরিচয় দিয়েছে। অবিস্মরণীয় জয়ের জন্য টাইগারদের অভিনন্দন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর